সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর লুট: আমরা কেমন জাতি হয়ে গেলাম....?
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
আমরা নিজেদের নিয়ে যতই গর্ব করি না কেন, সত্যিটা হলো, আমরা বাঙালি জাতি আজও স্বার্থপর, পরিবেশ ধ্বংসকারী, আর নৈতিকতাহীনতার চরম উদাহরণ হয়ে আছি। এই কথাগুলো হয়তো অনেকের কানে লাগবে, কিন্তু ভোলাগঞ্জের সাদা পাথরে যা ঘটছে, তা দেখে আর চুপ থাকা যায় না।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে “সাদা পাথর” নামের মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রটি একসময় ছিল প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য রত্ন। পাহাড়ের কোলে, স্বচ্ছ জলের ধারা বেয়ে আসা সাদা-সাদা পাথরের স্তূপ যেখানে গেলে মনে হতো, প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে দিয়েছে এক শিল্পকর্ম। আমি নিজে কখনো যাইনি, কিন্তু এই বছরের শেষ দিকে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। অথচ, হায়! সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার।
সরকার পরিবর্তনের পর থেকেই এখানে শুরু হয়েছে দিনের আলোয় নির্লজ্জ পাথর লুট। প্রশাসনের চোখের সামনে, এমনকি স্থানীয় প্রশাসনের উপস্থিতিতেও, শত শত নৌকা ভরে পাথর তুলে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ লুটেরারা। পাথরের পরিমাণ এত বেশি যে হিসাব কষে দেখা গেছে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর চুরি হয়েছে, যার বাজারমূল্য ২০০ কোটি টাকার বেশি। আর এই পুরো কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছে রাজনৈতিক সিন্ডিকেট। স্থানীয়দের অভিযোগ দেশের বড় একটি রাজনৈতিক দলের উপজেলা সভাপতি নিজেই এই লুটের সহযোগী!
আমাদের এই জাতির আরেকটি কদর্য অভ্যাস হলো পরিবেশ ধ্বংসে আমরা আনন্দ পাই, কিংবা ন্যূনতম অপরাধবোধও অনুভব করি না। পাহাড় কেটে, নদী মেরে, বন উজাড় করে, এখন আমরা পর্যটন কেন্দ্র ধ্বংসে নেমেছি। সাদা পাথর একসময় ছিল সিলেটের গর্ব, এখন তা হয়ে যাচ্ছে লোভী মানুষের শিকারের মাঠ।
আমি যখন এসব খবর পড়ি, তখন নিজের ভেতরেই এক ধরনের ঘৃণা জন্ম নেয়। আমি-ও এই জাতির একজন, তাই নিজের প্রতিও ঘৃণা লাগে। আমরা কি শুধু ধ্বংস করতেই জন্মেছি? আমরা কি শুধু নিজেদের পকেট ভরার জন্য ভবিষ্যৎ প্রজন্মের সৌন্দর্য, প্রকৃতি, জীবনযাত্রা ধ্বংস করে যাব? পৃথিবীর অন্য কোনো দেশে এত নির্লজ্জভাবে প্রাকৃতিক সম্পদ লুট হয় কিনা, সন্দেহ আছে।
সবচেয়ে লজ্জার বিষয় হলো প্রশাসন মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কয়েক ঘণ্টা অভিযান চালালেও, এরপর সব আবার আগের মতো চলতে থাকে। অর্থাৎ, আসলে কারও ইচ্ছেই নেই এই লুট বন্ধ করার। স্থানীয় জনগণ ভয় পায়, কারণ লুটের পেছনে আছে ক্ষমতাধর রাজনৈতিক নেতারা। এই লুটের মুনাফা ভাগ হয় সিন্ডিকেট, কিছু সরকারি কর্মকর্তা, আর প্রভাবশালীদের পকেটে।
আমি শুধু ভাবি যদি এই সাদা পাথর প্রকৃতির বুকে অটুট থাকত, যদি পর্যটন কেন্দ্রটি আরও সুন্দরভাবে গড়ে তোলা হতো, তাহলে দেশের অর্থনীতিতেও যোগ হতো কোটি কোটি টাকা। হাজারো মানুষ জীবিকা পেত, স্থানীয় ব্যবসা সমৃদ্ধ হতো, আর মানুষ উপভোগ করত প্রকৃতির সৌন্দর্য। কিন্তু না, আমরা স্বল্পমেয়াদি লোভে সব শেষ করে দিচ্ছি।
আমি ক্ষোভে, রাগে, কষ্টে ভাষা খুঁজে পাচ্ছি না। এই ঘটনায় শুধু সাদা পাথর ধ্বংস হয়নি ধ্বংস হয়েছে আমাদের মানবিকতা, সততা, আর ভবিষ্যতের আশা। হয়তো আমরা একদিন বুঝবো, কিন্তু তখন আর কিছুই বাকি থাকবে না।
এই জাতিকে বদলাতে হবে। না হলে, আমরা শুধু সাদা পাথর নয় নিজেদের অস্তিত্বও হারাবো।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1955215376423223688?t=BsmmkrCXyisEYilzYMskQg&s=19
https://x.com/RamimHa74448648/status/1953683163148169476?t=4SUyllT1B7bKLXRADYiZ9g&s=19
সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর লুট হওয়ার বিষয়টি সত্যি দুঃখজনক। আমরা আর কখনো সভ্য হতে পারবো না। দিন দিন বিবেক বুদ্ধি হারিয়ে যাচ্ছে।