বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: এশিয়া কাপে হতাশাজনক পরাজয়।।
বাংলা ভাষার কমিউনিটি
Screen Short Form- Asian Cricket Council
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
গতকাল এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি শুরু থেকেই বাংলাদেশের জন্য খুব একটা শুভ ছিল না। টসে হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। বাংলাদেশের ব্যাটিং লাইনআপ যেন শুরুতেই ভেঙে পড়ে। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ মাত্র ১৩৯ রান তুলতে সক্ষম হয়। অপরদিকে শ্রীলঙ্কা ব্যাট হাতে নেমেই আধিপত্য বিস্তার করে এবং মাত্র ১৪.৪ ওভারে ১৪০ রান তুলে ৬ উইকেটে সহজ জয় তুলে নেয়। ফলাফল ৩২ বল হাতে রেখেই শ্রীলঙ্কার দাপুটে জয়।
বাংলাদেশের ইনিংস শুরু হয় একেবারেই বাজে ভাবে। তানজিদ হাসান ৬ বল খেলে শূন্য রান করে আউট হন। তার সঙ্গে ওপেনার পারভেজ ইমনও মাত্র ৪ বল খেলে শূন্য রানে বিদায় নেন। ফলে শুরুতেই বাংলাদেশ ব্যাটিং লাইন ধসে পড়ে। অধিনায়ক লিটন দাস কিছুটা চেষ্টা করলেও ২৬ বলে ২৮ রান করে সাজঘরে ফিরেন। তাও আবার উইকেট কিপারের হাতে ধরা দিয়ে আউট হন।
Screen Short Form- Asian Cricket Council
তৌহিদ হৃদয় রান আউট হয়ে যান মাত্র ৮ রানে। মাহমুদুল হাসান জয় করেন ৯ রান। এর মধ্যে একমাত্র ইতিবাচক ব্যাটিং আসে জাকির আলি ও শরিফুল হোসেনের ব্যাট থেকে। তারা দুজনেই দায়িত্ব নিয়ে দলকে কিছুটা ভরসা জোগান। জাকির আলি ৩৪ বলে ৪১ রান করেন এবং শরিফুল হোসেন ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। তবে পুরো ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল বেশ নড়বড়ে ও আত্মবিশ্বাসহীন। শেষ পর্যন্ত ২০ ওভারে মাত্র ১৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ।
শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন। নুয়ান তুশারা ও চামিরা দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দিয়ে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করেন। এরপর হাসারাঙ্গা দারুণ স্পেল করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তাদের শৃঙ্খলাপূর্ণ বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটাররা কখনও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারেননি।
Screen Short Form- Asian Cricket Council
১৪০ রানের লক্ষ্য শ্রীলঙ্কার মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য ছিল সহজ। ওপেনার পাথুম নিসাঙ্কা ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র ৩৪ বলে ৫০ রান করেন তিনি। ৬টি চার এবং একটি ছক্কায় সাজানো তার ইনিংস শ্রীলঙ্কাকে জয়ের ভিত গড়ে দেয়। অপর ওপেনার কুশল মিশারা ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। তাদের ব্যাটিংয়ে শুরুর চাপ একেবারেই ছিল না।
মাঝে কুশল মেন্ডিস ৩ রান ও কুশল পেরেরা ৯ রান করলেও তাতে জয়ের কোনো প্রভাব পড়েনি। শেষে অধিনায়ক আসালাঙ্কা ৪ বলে ১০ রান করে দলের জয় নিশ্চিত করেন। ফলে ১৫তম ওভারের আগেই তারা ম্যাচ জিতে যায়।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ও শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো। বাংলাদেশ যেখানে ২০ ওভারে মাত্র ১৩৯ রান তুলতে লড়াই করেছে, সেখানে শ্রীলঙ্কা সেই রান সহজেই ১৪.৪ ওভারে তুলে ফেলেছে।
Screen Short Form- Asian Cricket Council
বাংলাদেশের ওপেনার তানজিদ ও ইমন কোনো রান না করে ফিরেছেন, অন্যদিকে শ্রীলঙ্কার ওপেনাররা দুজনেই অর্ধশতকের কাছাকাছি রান করেছেন।
বাংলাদেশের মিডল অর্ডার ভেঙে পড়লেও শ্রীলঙ্কার মিডল অর্ডার একেবারেই সহজভাবে লক্ষ্য পূরণ করেছে। বাংলাদেশের বোলাররা শুরুর দিকে কিছুটা নিয়ন্ত্রণ আনলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচে প্রতিযোগিতাই তৈরি করতে পারেনি।
বাংলাদেশের এই লজ্জাজনক হারের পর সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু করেছেন। কেউ বলছেন, বাংলাদেশ দল মানসিকভাবে ভেঙে পড়েছে।কেউ আবার টিম ম্যানেজমেন্টকে দুষছেন অযৌক্তিক এক্সপেরিমেন্টের জন্য। সমর্থকদের আশা ছিল অন্তত প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে, কিন্তু বাস্তবে ম্যাচটি একপাক্ষিক হয়ে যায়।
এই পরাজয় শুধু একটি হারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের বর্তমান দুর্বলতাগুলোকেও স্পষ্ট করে তুলে ধরে। ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতা নেই, শুরুতে উইকেট পড়লে দলের ভরসা জাগানো কোনো ব্যাটসম্যান নেই। অন্যদিকে বোলাররা শুরুতে চাপ তৈরি করলেও প্রতিপক্ষকে শেষ পর্যন্ত চাপে রাখতে পারেননি।
এশিয়া কাপে টিকে থাকতে হলে বাংলাদেশকে এখনই ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন আনতে হবে এবং খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়াতে হবে। নাহলে বড় টুর্নামেন্টে বারবার একইভাবে লজ্জাজনক পরাজয় বরণ করতে হবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
বাংলাদেশ বনাম শ্রীলংকার এশিয়া কাপের ম্যাচটি আমি দেখেছি। তবে আমাদের মত বাঙালি অনেক আশা নিয়ে রয়েছিল যে বাংলাদেশ ম্যাচটি জিতবে।কিন্তু বাংলাদেশ এমন একটি আমাদেরকে খেলা দেখালো যেটা হতাশ হওয়ার ছাড়া আর কিছুই না।যাই হোক তারপরেও বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।