বৃষ্টিতেও থেমে থাকে না জীবনের চাকা।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
গত কিছুদিন ধরেই আকাশ যেন নিজের কান্না লুকোতে পারছে না। টানা কয়েকদিনের বৃষ্টি শহরের চেনা রূপটাই যেন পাল্টে দিয়েছে। কখনো টিপটিপ, কখনো ঝুম, আবার কখনো গর্জে ওঠা বজ্রসহ বৃষ্টিপাত সবই ছিল এই বর্ষার বৈচিত্র্য। আর এই পরিবর্তনের মাঝেই আমরা, শহরের সাধারণ মানুষগুলো, প্রতিদিনকার জীবনের সংগ্রামে নেমে পড়ি। কারণ বৃষ্টি আমাদের কাজ থামায় না, দায়িত্ব থেমে থাকে না, সংসারের প্রয়োজন থেমে থাকে না।
গত শনিবার ছিল একটু ব্যতিক্রম। সকালে আকাশ মেঘলা থাকলেও হঠাৎ করেই বিকেলের দিকে বেরিয়ে আসে তীব্র রোদ। চারপাশ যেন উত্তপ্ত হয়ে ওঠে। রোদ আর গরম মিলে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়, যা আমাদের সহ্যশক্তিকেও হার মানায়। রাস্তাঘাট তখনও ভেজা, বাতাস আর্দ্র এর মাঝেই গরম যেন আরও ভোগাচ্ছিল। আমি তখনই বুঝেছিলাম, এমন আবহাওয়ার পরেই হয়ত নামবে ঝুম বৃষ্টি। ঠিক তাই হলো। রাত ১১ টার দিকে শুরু হয় একটানা প্রবল বৃষ্টিপাত। জানালার পাশে বসে সে বৃষ্টি উপভোগ করলেও মনে পড়ছিল সেই মানুষগুলোর কথা, যারা হয়তো তখনও কাজ শেষ না করে রাস্তায় ছিল।
সকালে ঘুম থেকে উঠে দেখি, বৃষ্টি এখনো থামেনি। অফিসে যেতে হবে, সময় থেমে নেই। ছাতা হাতে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। রাস্তায় পা রেখেই বোঝা গেল, শহর ঠিক আগের মতোই ব্যস্ত। বৃষ্টির পানি জমে আছে রাস্তায়, কোথাও কোথাও কাদা, তবুও থেমে নেই মানুষের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা। রিকশা-ভ্যান-অটো চালকরা রেইনকোট না পরে, ভিজেই চালিয়ে যাচ্ছেন। এক হাতে চালাচ্ছেন রিকশা, অন্য হাতে মুছছেন বৃষ্টির পানি। পেছনে বসা যাত্রীটি কখনও ছাতা ধরে রেখেছেন চালকের মাথার উপর, কখনো নিজেই ভিজে যাচ্ছেন।
এই দৃশ্যগুলো আমার মনে গভীরভাবে নাড়া দিলো। আমরা প্রায়ই নিজেদের জীবন নিয়ে অভিযোগ করি বৃষ্টি হচ্ছে, ভিজে যাব, রাস্তায় কাদা, অফিসে দেরি হবে... কিন্তু এই মানুষগুলো তো আমাদের চেয়েও কঠিন বাস্তবতায় বেঁচে আছেন। কারণ তাদের কাছে কাজ মানেই রোজগার, আর রোজগার মানেই পরিবারের দু’মুঠো খাবার। তারা জানে না ছুটি কী, জানে না আরাম কী। বৃষ্টির দিনে ভিজে ভিজে, গরমের দিনে ঘামে ভিজে, তারা প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকে।
আজকের দিনের অভিজ্ঞতা ও অনুভব আমাকে নতুন করে উপলব্ধি করালো, জীবনের চাকা কখনও থেমে থাকে না। বৃষ্টি আসবে, রোদ উঠবে, ঝড় বইবে, তবুও আমাদের চলতে হবে। চলতে হয় হাজারো মানুষের মতো, যারা পরিবারকে বাঁচাতে নিজের স্বস্তিকে বিসর্জন দেয়। এই মানুষগুলোই আমাদের সমাজের প্রকৃত নায়ক। তারা লাইমলাইটে না থেকেও প্রতিদিন লড়াই করে বাঁচার জন্য, চালায় শহরের চাকা।
আমরা যারা অপেক্ষাকৃত সুবিধাজনক জীবনযাপন করি, আমাদের উচিত তাদের প্রতি সম্মান দেখানো, শ্রদ্ধা রাখা এবং সম্ভব হলে সামান্য সহানুভূতিও প্রকাশ করা। কারণ, এই মানুষগুলোর ঘামে, কাদায়, বৃষ্টিতে মিশে আছে আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য। তারা বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে বলেই আমরা আরামে থাকতে পারি।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
স্থান | নারায়ণগঞ্জ , ঢাকা |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
জীবিকার তাগিদে সবাই বেরিয়ে পড়ে নিজের কর্ম ক্ষেত্রে। আসলে আবহাওয়া যেমনই হোক না কেন কাজ থাকতে বের হতেই হয়। এটাই সমাজের বাস্তব চিত্র।
https://x.com/RamimHa74448648/status/1944643509518324143?t=xqLJXhHWbHWmuUAPyT6Zmg&s=19
https://x.com/RamimHa74448648/status/1944644802152165672?t=wdDDI5n3r0AZpRw0TjZQlA&s=19