মার্কো" সুপারহিট মুভি রিভিউ।।
বাংলা ভাষার কমিউনিটি-
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি সুপারহিন মুভি রিভিউ শেয়ার করবো। এই মুভিটি যারা দেখবে তাদের মাথা ঘুরে যাবে। এত এ্যাকশন মুভি আমি এর আগে কখনো দেখি নাই। যাদের সাহস আছে একমাত্র তারাই মুভিটি দেখবেন। খুবই সুন্দর একটি মুভি।।
মুভির প্রয়োজনী কিছু তথ্য
নামঃ- মার্কো
পরিচালনাঃ- হানিফ আদেনী
অভিনয়েঃ- উন্নি মুকুন্দন, সিদ্দিক , জগদীশ , অভিমন্যু এস থিলাকান , কবির দুহান সিং , আনসন পল এবং যুক্তি থারেজা সহ আরো অনেকে।
মুক্তির তারিখঃ- ২০ ডিসেম্বর ২০২৪
সময়ঃ- ১৪৫ মিনিট
দেশঃ- ভারত
ভাষাঃ- মালায়লাম
সংক্ষিপ্ত রিভিউ-
মুভির প্রথমেই দেখা যায় ভিক্টর ও তার বন্ধুকে। ভিক্টর একজন অন্ধ মানুষ, সে তার ঘনিষ্ঠ বন্ধু ওয়াসিমের হত্যার সাক্ষী। ভিক্টর অন্ধ হওয়া সত্বেও হত্যাকারীর পারফিউম এবং গাড়ির নাম বুঝতে পেরে হত্যাকারীকে সনাক্ত করে। ওয়াসিমের হত্যাকারী হলো রাসেল ইসাক, যিনি ওয়াসিমের বড় ভাই তারিকের সাথে ষড়যন্ত্র করে এই হত্যাকাণ্ড করে ছিলেন। কিন্তুু দুঃখজনকভাবে ভিক্টর রাসেলের হাতে বন্দী হয়ে যায়। রাসেল তাকে হাইড্রোফ্লুরিক অ্যাসিডে পুড়িয়ে হত্যা করে। ভিক্টরের বড় ভাই জর্জ পিটার আর মার্কো হলো পিটারের দত্তক নেওয়া ভাই। মার্কো ইতালিতে থাকতো তবে ভিক্টরের মৃত্যুর খবর জানার পরে ফিরে আসে এবং ভিক্টরের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেয়।
অন্যাদিকে রাসেলের বাবা টনি আইস্যাক পরিস্থিতিকে তার অনূকুলে আনার জন্য রাসেল সহ তার কয়েকজন গুন্ডার দিয়ে মার্কোর সাথে একটি টিম গঠন করে। যারা ভিক্টোরের হত্যাকরীকে খুজে বের করবে। মার্কোর সাথেই তার ভাইয়ের হত্যা কারী ঘুরে অথচ সে বুঝতেও পারে না। এদিকে পিটারের সাথে একটি গোল্ড চুক্তি ভঙ্গ করে আইজ্যাকের হেনম্যান দেব। মিটিং শেষ করে পিটার ফিরে আসার সময়, আইজ্যাকের হেনম্যান দেব পিটারকে তার গাড়িতে ছুরি দিয়ে আঘাত করে। তবে পিটার বেঁচে যায় এবং হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে শুয়ে জ্ঞান ফিরে আসার পরে পিটার মার্কোকে জানায় যে টনি এবং রাসেল ভিক্টরের মৃত্যুর জন্য দায়ী। মার্কো প্রতিশোধ নেওয়ার আগেই রাসেল মার্কোকে আহত করে। তারপরেও মার্কো রাসেলের গুন্ডাদের চেইনসো দিয়ে হত্যা করে। আর রাসেলকে যখন হত্যা করতে যাবে তখন মার্কো জানতে পারে ভিক্টরের বান্ধবী ইশা ভিক্টরের সন্তানের সাথে গর্ভবতী এবং টনির হাতে বন্দী রয়েছে।
মার্কো দেবকে ধরে নিয়ে হত্যা করার আগে অনেক তথ্য জানতে পারে। অন্যদিকে রাসেল ইশাকে আটক করে মুক্তিপন হিসাবে অনেক সম্পদ দাবি করে। তবে মার্কো টনিকে মেরে তার হাত কেটে নিয়ে সম্পদের পরিবর্তে তার বাবার কাটা হাত রাসেলকে উপহার দেয়। রাসেল শত চেষ্টা করেও তার বাবা টনিকে বাচাঁতে পারে নাই। মার্কোর এমন ভাবে টনিকে হত্যা করেরেছে রাসেল নিরুপায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে নাই।
রাসেল প্রতিশোধের জন্য মরিয়া হয়ে তার দত্তক ভাই সাইরাসের কাছে সাহায্য চায়। সাইরাস একজন নির্মম কসাই । তারা একদিন রাতের বেলা ইশার পেইন উঠলে পিটারের বাড়িতে হামলা করে পরিবারের সবাইকে হত্যা করে। পিটারের বাড়িতে হত্যাকান্ডটা নির্মম ছিল। এই হত্যা কান্ড দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। যায়হোক বেঁচে থাকে মার্কো, পিটার ও ভিক্টরের বাচ্ছা। সাইরাস এবং রাসেল ভিক্টরের নবজাতক সন্তানকে অপহরণ করে কারখানাতে নিয়ে যায়। মার্কো, পিটার গুরুতরভাবে আহত এবং অসহায় হয়ে পরে। পিটার মার্কোকে শুধু ভিক্টর নয়, পুরো পরিবারকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আহ্বান জানায়। মার্কো গোসল করে পোষাক পড়ে কারখানায় সাইরাস এবং রাসেলের মুখোমুখি হয়। মার্কো রক্তাক্ত শোডাউনে তাদের হেনম্যানদের সাথে লড়াই করে। যেখানে রাসেলকে ছুরিকাঘাত করে এবং তার হৃদয় ছিঁড়ে হত্যা করে। সাইরাস নবজাতক শিশুটিকে একটি অ্যাসিডের উপর ধারণ করে তবে মার্কো তার শিরশ্ছেদ করে এবং অ্যাসিডে পরে যাওয়ার আগেই শিশুটিকে উদ্ধার করে।
মতামত-
মুভিটির মধ্যে তেমন শিক্ষনীয় কিছু নেই। তবে একটি উদাহরন পাওয়া গেছে। পাপ করলে তাকে শাস্তি পেতে হয়। পাপ কাউকে ছাড়ে না। যারা এ্যাকশেন মুভি পছন্দ করেন। তারা মুভিটি দেখতে পারেন। তবে মুভিটিতে তেমন প্রেম ভালোবাসা নেই। মারামারি কাটাকাটি বেশি। এক কথায় সুপারহিট মুভি।।
মুভির টেইলর লিংক
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Task Done
