এশিয়া কাপের মহারণ: পাকিস্তানকে ৬ উইকেটে হারালো ভারত।।
বাংলা ভাষার কমিউনিটি
[Image Sources](Asian Cricket Council)
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সবার সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর জীবন কামনা করেই আজকের ব্লগটি শুরু করতেছি।
গতকাল এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট পরাশক্তি পাকিস্তান ও ভারত মুখোমুখি হয় এশিয়া কাপের সুপার ফোর পর্বে। ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর, কারণ দুই দলের লড়াই সবসময়েই ভক্তদের কাছে ভিন্ন মাত্রার আকর্ষণ তৈরি করে। করাচি, লাহোর, ঢাকা কিংবা দিল্লি যেখানেই হোক না কেন, পাকিস্তান-ভারত ম্যাচ মানেই ক্রিকেট বিশ্বে বিশেষ এক উৎসব। এবারও তার ব্যতিক্রম হয়নি।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে।
[Image Sources](Asian Cricket Council)
ওপেনার সামী ফারহান ছিলেন দলের ভরসা। তিনি ৪৫ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার। তার সঙ্গী ফখর জামান শুরুটা আগ্রাসী করলেও মাত্র ৯ বলে ১৫ রান করে আউট হন। সাইম আয়ুব ১৭ বলে ২১ রান করে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি। মিডল অর্ডারে মোহাম্মদ নবী ও সৌদ শাকিল আঘা ছোট ছোট ইনিংস খেলেন। বিশেষ করে ফাহিম আশরাফ শেষ দিকে মাত্র ৮ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে দলের স্কোর ১৭০-এর ওপরে নিয়ে যান। ভারতের হয়ে বল হাতে শিভম দুবে, হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব গুরুত্বপূর্ণ সাফল্য পান।
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক খেলে। মাত্র ১৮.৫ ওভারের মধ্যেই ৪ উইকেট হাতে রেখে ১৭৪ রান তুলে নেয় এবং ম্যাচ জিতে নেয় ৬ উইকেটের ব্যবধানে। ইনিংসের নায়ক ছিলেন ওপেনার অভিষেক শর্মা। তিনি ৩৯ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৫টি বিশাল ছক্কা। তার এই ইনিংসই ভারতের জয় নিশ্চিত করে দেয়।
[Image Sources](Asian Cricket Council)
অন্য ওপেনার শুভমান গিলও চমৎকার ব্যাটিং করেন। তিনি ২৮ বলে ৪৭ রান করেন, যাতে ছিল ৮টি চার। অধিনায়ক সুর্যকুমার যাদব ব্যর্থ হয়ে ০ রানে আউট হলেও, তরুণ তিলক ভার্মা ১৯ বলে অপরাজিত ৩০ রান করেন এবং ইনিংসকে ধরে রাখেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ৭ রান এবং ভার্মা ম্যাচ শেষ করে আসেন।
পাকিস্তানের হয়ে আব্রার আহমেদ ও হারিস রউফ ভালো বল করলেও ভারতের টপ অর্ডারের কাছে তারা খুব একটা কার্যকর হতে পারেননি।
[Image Sources](Asian Cricket Council)
পাকিস্তানের ব্যাটিং মোটামুটি ভালো ছিল, তবে বড় ইনিংস গড়তে কেউই অভিষেক শর্মার মতো আধিপত্য বিস্তার করতে পারেননি। শেষ দিকে ফাহিম আশরাফের ছোট ঝড়ো ইনিংস না থাকলে পাকিস্তানের রান আরও কম হতে পারত।
ভারতের ব্যাটিং ছিল একেবারে পরিকল্পনামাফিক। টপ অর্ডারেই ম্যাচের ভিত গড়ে ফেলা হয়। অভিষেক শর্মার বিধ্বংসী ইনিংস পাকিস্তানের বোলারদের চাপে ফেলে দেয়। ভারতের ব্যাটিং শক্তি, বিশেষ করে টপ অর্ডারের ধারাবাহিকতা আবারও প্রমাণিত হলো এই ম্যাচে।
ম্যাচটি ছিল দর্শকদের জন্য সত্যিকারের বিনোদনের খোরাক। পাকিস্তান ১৭১ রান করেও ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে টিকে থাকতে পারেনি। শেষ পর্যন্ত ভারত ৭ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয়। এই জয়ের ফলে সুপার ফোরে ভারতের অবস্থান আরও মজবুত হলো, অন্যদিকে পাকিস্তানকে ফাইনালে উঠতে হলে পরের ম্যাচগুলোতে অবশ্যই জিততে হবে।
[Image Sources](Asian Cricket Council)
এই ম্যাচ প্রমাণ করলো, ভারত-পাকিস্তান লড়াই মানেই ক্রিকেট বিশ্বে আলাদা এক উত্তেজনা। দর্শকরা হয়তো ফলাফল ভুলে যাবে, কিন্তু অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং এবং পাকিস্তানের সাহসী লড়াই দীর্ঘদিন মনে রাখবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server