You are viewing a single comment's thread from:
RE: বুক রিভিউ (ইনফার্নো)। ১০% লাজুক শিয়ালের জন্য
ভাইয়া আপনার বুক রিভিউ ইনফার্নো পড়ে অনেক ভাল লাগলো। আমিও ব্যাক্তিগত ভাবে মনে করে যে পৃথিবী খুব তারাতারি ধংস হয়ে যাবে। কারন যে হারে মানুষ বাড়ছে আর সবাই পৃথিবীকে ধংস করার প্রতিযোগিতায় নেমে গেছে। এভাবে চলতে থাকলে একসময় মানুষ মানুষকে মেরে ফেলবে। তবে প্রফেসর সিম্বলজির আবিষ্কৃত ভাইরাস মানুষের প্রজনন ক্ষমতাকে আস্তে আস্তে ধংস করে দিবে,সেটা কতটুকু সত্য হবে সেটাই চিন্তার বিষয়। লাষ্টের উক্তিটা শতভাগ সত্য। ধন্যবাদ ভাইয়া।
পৃথিবীর অন্যকোন দেশ ধ্বংস না হলেও আমাদের বাংলাদেশের জন্য খুব শীঘ্রই যে বড় ধরনের বিপদ অপেক্ষা করছে তাতে সন্দেহ নেই। প্রথমত ভয়ংকর জনসংখ্যার চাপ সেই সাথে দূর্নিতী কতদিন আমাদেরকে টিকিয়ে রাখবে সময়ই তা বলে দেবে। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।