ইতিহাসের এক নতুন অধ্যায় - আজ বিটকয়েন স্পর্শ করলো $125,000
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
আজকের দিনটি ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সোনালী এক অধ্যায় হিসেবে লেখা হবে। বিটকয়েন প্রথমবার $125,000 (এক লাখ পঁচিশ হাজার) মার্কিন ডলার ছাড়িয়ে গেল। এই মুহূর্তে গোটা বিশ্বের সংবাদমাধ্যম, ফোরাম, টুইটার, ব্লগ সর্বত্র আলোচনায় একটাই নাম বিটকয়েন। যারা আগে থেকে বিনিয়োগ করেছিলেন, আজ তারা যেমন খুশিতে আত্মহারা, ঠিক সে অনুভূতি হয়তো অনেকেই নিজ নিজ অবস্থানে বসেই অনুভব করছেন।
বিটকয়েন বা BTC একটি ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টোকারেন্সি। এর মূল নকশা করা হয়েছিল ২০০৮ সালে একটি হোয়াইটপেপারে “Satoshi Nakamoto” ছদ্মনাম ব্যবহার করে। “Satoshi Nakamoto” প্রকৃতপক্ষে একটি নাম নয়, বরং একটি ছদ্মনাম। এখনও পর্যন্ত কেউ নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি যে Satoshi একটি ব্যক্তি নাকি একটি দল।
কোন দেশ থেকে Satoshi আসে এটাও স্পষ্ট নয়। কিছু সূত্র ইঙ্গিত করে যে হোয়াইটপেপারে ব্যবহৃত ইংরেজির শব্দচয়ন ও ব্রিটিশ ইংলিশ টাইপের ভাষাব্যবহার দেখে Satoshi হতে পারে ইংরেজভাষী জায়গা থেকে বা কমনওয়েল্থ দেশ থেকে।
সুতরাং, বিটকয়েনের মালিকের নাম ও কোন দেশের নাগরিক সেটা কেউ জানে না। Satoshi Nakamoto মূলত ছদ্মনামে কেউ, পরিচয় অজানা। কোন দেশের নাগরিক সেটাও নির্ধারিত করে যায় না।
বিটকয়েন প্রযুক্তিগতভাবে আবিষ্কৃত বা প্রচলন শুরু হয় ২০০৮ সালের অক্টোবরে হোয়াইটপেপার প্রকাশের মাধ্যমে। প্রকল্প কার্যকর শুরু হয় ৩ জানুয়ারি ২০০৯ তারিখে প্রথম ব্লক মাইন করা দিয়ে।
শুরুতে বিটকয়েনের কোনো বাজারমূল্য ছিল না,এটি মূলত শূন্য ছিল। সেটি ছিল একটি অনলাইন প্রোজেক্ট।
প্রথম বাস্তব আদান-প্রদান ঘটেছিল ২০১০ সালের অক্টোবরে, যেখানে 5,050 BTC বিক্রি হয়েছিল $5.02-তে, অর্থাৎ প্রায় প্রতি বিটকয়েন $0.0009 দামে। ২০১০ সালে দ্রুত দাম উঠতে শুরু করে। ২০১০ সালের শেষে একটি বিটকয়েন $0.30 এ পৌঁছেছিল।
এরপর বিভিন্ন ওঠাপড়া চলতে থাকে। ২০১১ সালে একাধিকবার মূল্য উঠানামা করে। কিছু সময় বিটকয়েন $1 পার হয়, এবং ২০১১-এর মাঝামাঝি সময়ে দাম এক সময়ে $29.60-র কাছাকাছি গিয়েছিল।
সর্বশেষ ২০২৫ সাল পর্যন্ত বিটকয়েনের সর্বোচ্চ রেকর্ড দাম হচ্ছে $124,128 এই রেকর্ড এসেছে ১৪ আগস্ট ২০২৫-এ। এ সময় বাজারে প্রায় ১৯.৯ মিলিয়ন বিটকয়েন চলাচল করছিল। কিন্তু বিটকয়েন কখনোই একটি একগামী মূল্যরেখায় চলেনি, দ্রুত উপর দিকে ওঠার পর অনেক সময় দাম নিম্নগামী হয়েছে। ২০১৭ সালে বিটকয়েন প্রায় $14,156 পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু তারপর মূল্য পতন ঘটে। ২০১৪ সালে বিটকয়েন $751 থেকে পরে $320-এর কাছাকাছি নেমে গিয়েছিল।
অতীত রেকর্ড হিসেবে করে দেখা যায় একটি নিম্ন মূল্যও ছিল $0.04865 বা কাছাকাছিও হয়েছে ২০১০ সালের দিকে আবার ব্যতিক্রমী সময়ও অতিক্রম হয়েছে। আজ $125,000 পার হওয়া একটি মাইলফলক হলেও, বিটকয়েন ধারাবাহিকভাবে ওঠানামা করে এসেছে।
কতজন মানুষ বা কত দেশের মানুষ বিনিয়োগ করছে তার সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন, কারণ অনেক ব্যক্তি আধা-গোপনভাবে বা ওয়ালেট ভিত্তিকভাবে বিনিয়োগ করে থাকেন।
গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, বাংলাদেশ, নাইজেরিয়াতে ক্রিপ্টো ও বিটকয়েনে বিনিয়োগকারীদের অগ্রগতি লক্ষ করা গেছে।ব্লকচেইন বিশ্লেষণ ও ক্রিপ্টো এক্সচেঞ্জ রিপোর্টে দেখা যায় লক্ষ লক্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠান BTC হোল্ড করে আছে।
যে কেউ ইন্টারনেট ও অ্যাক্সেস থাকলেই বিটকয়েন বিনিয়োগে অংশ নিতে পারে, যে কোন দেশের নাগরিক, বিনিয়োগকারী, প্রযুক্তিপ্রেমী যে কেউ। যদিও নির্দিষ্ট ডেটা পাওয়া মুশকিল, তবে ২০২৫ সালের দিকে , বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ অন্তত একবার হলেও ক্রিপ্টোতে বিনিয়োগ করেছেন।
বিটকয়েনে কেন বিনিয়োগ করছে মানুষ সেটা বুঝা মুশকিল। তারপরেও কিছু প্রধান কারণ তুলে ধরা হলো:
উচ্চ রিটার্ন সম্ভাবনা রয়েছে। বিটকয়েন অতীতে কয়েকগুণ লাভ দেখিয়েছে, যদিও ঝুঁকিও ছিল। অনেক মানুষ আশা করে যে ভবিষ্যতেও বড় বৃদ্ধি হবে।
ডিসেন্ট্রালাইজেশন ও কেন্দ্রবিহীন স্বীকৃতি
বিটকয়েন কোনো একটি সরকার বা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে না। এটি ব্লকচেইন প্রযুক্তির উপর চালিত, যা স্বচ্ছ এবং বিকেন্দ্রীকৃত।
বিশেষ করে অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে, অনেক মানুষ বিটকয়েনকে "ডিজিটাল সোনা” হিসেবে দেখে অর্থাৎ মুদ্রাস্ফীতি বা বৈদেশিক মুদ্রার অবমূল্যায়নের বিরুদ্ধে একটি হেজ।
বৈশ্বিক লেনদেন ও সীমাবদ্ধতা কম, সীমান্ত পেরিয়ে দ্রুত, অপেক্ষাকৃত কম খরচে অর্থ স্থানান্তর করতে সক্ষম। বিশেষ করে যেসব দেশে রেমিট্যান্স, আন্তর্জাতিক পেমেন্ট গুরুত্বপূর্ণ।
উদ্ভাবনী প্রযুক্তি ও ভবিষ্যত দৃষ্টিভঙ্গি। ব্লকচেইন, স্মার্ট কনট্রাক্ট, ডিফাই, এনএফটি এসব পরিবেশে বিটকয়েন একটি প্রবল প্রবেশপথ। অনেক প্রযুক্তিপ্রেমী ও বিনিয়োগকারী বিশ্বাস রাখে যে ক্রিপ্টো ও ব্লকচেইনই ভবিষ্যতের অর্থনৈতিক অবকাঠামো হবে। লিকুইডিটি ও বাজার সাপোর্টে বিটকয়েন একটি তরল বাজার। বিশ্বের সর্ব বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জগুলিতে এটি সহজে কেনা-বেচা যায়।
এই কারণগুলোর সমন্বয়ে, আজ বহু মানুষ বড় বিনিয়োগকারী, মেডিয়াম বিনিয়োগকারী, নতুন ক্রিপ্টো এন্ট্রি সবাই বিটকয়েন নিয়ে অনুপ্রাণিত হছে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server