You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৪

in আমার বাংলা ব্লগ2 days ago

হৃদয়ে বইছে অস্থিরতার ঝড়
প্রশান্তির বারিধারা বড্ড প্রয়োজন,
উষ্ণতা মাখিয়ে চঞ্চলতার ঝড়
প্রশান্তির শীতলতার চলছে আয়োজন,
তুমি হৃদয়ের অস্থিরতা-শুষ্কতা বাড়াও
তুমি হৃদয়ের শীতলতা-স্নিগ্ধতায় ডুবাও।

মনে যেন জমেছে কষ্টের মেঘ,
তোমার একটুখানি হাসি যেন এনে দেয় রোদ্দুর ।
বুকের ভেতর জাগে এক অশান্ত ঢেউ,
তুমি এলেই থেমে যায় সব ঝড়।
তোমার স্নিগ্ধ ছোঁয়ায় শুকনো মন ফুলে ভরে,
তুমি থাকলেই জীবন হয় শান্তির নীড়।