বিচ্ছেদ একটি মারত্মক শব্দ।যার সঠিক সংজ্ঞা হয়তো ব্যক্ত করার সঠিক শব্দে সম্ভব হয় না।তবে,বিচ্ছেদে যে মানুষের মন পুড়ে যায়,ক্ষত হয়,বেঁচে থাকা হয় মৃত্যুর সন্ধিক্ষণ নিয়ে তা চিরাচরিত সত্য।দুস্প্রাপ্য চোখগুলোও ছলছলে নীরবতায় হারিয়ে যায়।বিচ্ছেদ বাকরুদ্ধ করে দেয়।জীবনকে করে তোকে বিভীষিকাময়।
- এমন বিচ্ছেদ আমার শত্রুর জন্যও কাম্য নয়।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ধন্যবাদ শ্রদ্ধেয়, এতো সুন্দর করে বাস্তববাদি একটি গল্পের রচনা করে আমাদের উপহার দেওয়ার জন্য।