You are viewing a single comment's thread from:

RE: ।।আমার একটি শখ। মুদ্রা সংগ্রহ।।

in আমার বাংলা ব্লগlast year

মূল্যবান মুদ্রাগুলো হারিয়ে ফেলেছ শুনে আমারই খারাপ লাগছে খুব৷ এইসব শখ যেন নিজের প্রাণের থেকেও প্রিয়৷ হারিয়ে গেলে খুব কষ্ট হয়৷ আমিও এগুলো অনেক খুঁজে বের করলাম সেদিন। তারপরেই পোস্ট করলাম৷ তোমার ভালো লেগেছে শুনে আমার খুব আনন্দ হল৷

Sort:  
 last year 

দাদা শুধু মুদ্রাই নয়,আমি অনেকগুলো চকচকে নতুন নোট ও হারিয়ে ফেলেছি। যেগুলো খুব শখ করে একটি মাটির ব্যাংকে জমিয়ে রেখেছিলাম।
আমার সেই মাটির ব্যাংকটি হঠাৎ করে ঘর থেকে উধাও হয়ে গিয়েছিল। সে অনেক আগের কথা। তখন এত বেশি কষ্ট পেয়েছিলাম যে আমাকে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়েছিল। 💕