You are viewing a single comment's thread from:

RE: মধুবনী চিত্রকলা || অপক্ক হাতের আঁকিবুঁকি || আর্ট পোস্ট

in আমার বাংলা ব্লগlast year

আহা। যেমন ছবি, তেমন মধুবনী আর্টের হাল হকিকত ব্যাখ্যা। কোনটা ছেড়ে কোনটা বলি। তোর শিল্পসত্ত্বা মাঝে মাঝে আমায় চমকে দেয়। একাধারে কাব্য রচনা থেকে শুরু করে চিত্রকলার দক্ষ কাজ, আবার রন্ধনশিল্পে জাদুকরী দক্ষতা, সব মিলিয়ে পরিপূর্ণ একটি মানুষ। হাতের কাজ দেখলে যেন তাকিয়েই থাকতে ইচ্ছে করে। অসাধারণ হয়েছে মাছটি৷ আর মধুবনী আর্টের ব্যাখ্যাও অসাধারণ।

Sort:  
 last year 

তোমার ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি। তুমি তো জানোই আমি এইসব নিয়ে একটা সময় প্রচুর কালচার করেছিলাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে লকডাউনের অনেক সময়। রোজদিন কিছু না কিছু বানাতাম আর তোমাকে কত ছবি পাঠিয়ে পাঠিয়ে জ্বালাতাম। এখন আবার এখানে এসে নতুন করে শুরু করেছি।