ছেলেবেলায় আমরা এই ধরনের খেলা গুলি খেলতাম। কাগজকে ভাঁজ করে বিভিন্ন আকৃতির কাটলে তারপর খোলার পর বিভিন্ন ফুল তৈরি হতো। আজ আপনার পোস্টে সেটি দেখে ভীষণ ভালো লাগলো। ফুলটি অসাধারণ হয়েছে এবং ছবিটা খুব সুন্দর লাগছে। শুধু একদম উপকরণে কাচি কেচি হয়ে গেছে যেটা একটু দেখবেন।
জি ভাইয়া ঠিক করে নিব,ধন্যবাদ আপনাকে।