You are viewing a single comment's thread from:
RE: “মেলায় ফিরে যাওয়া: খেলার সুখ ও মাটির জাদু”
পুজোর এই মেলায় আপনি সমস্ত রকম খেলনা সামগ্রী জিনিসপত্রের ছবি তুলে সুন্দর করে পোস্ট দিলেন। খেলনা দেখলেই যেন ছেলেবেলা কথা মনে পড়ে যায়। সব থেকে বেশি নস্টালজিক হলাম কাঠের টমটম খেলনা দেখে। যদিও এই গাড়িটির নাম আমি আজ প্রথম আপনার কাছে জানলাম। ছেলেবেলায় বহু খেলেছি এই গাড়ি নিয়ে। আজকাল শহরের মেলাগুলো যেন মেকানিক্যাল হয়ে গেছে। সেখানে আর এসব জিনিস পাওয়া যায় না। আপনার পোস্ট খুব ভালো লাগলো।
টমটম নামক এই গাড়ি নিয়ে ছোটবেলায় আমরা কম বেশি সবাই খেলেছি।এখনো যদি আশেপাশের টমটম গাড়ি দেখতে পাই খেলা শুরু করে দেই।যাইহোক আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।