বাঙালির চিরন্তন একটি প্রিয় পদ তুমি রেসিপির মাধ্যমে আমাদের সামনে তুলে আনলে। মাংসের ঘুগনি আমার বরাবরের প্রিয়। আমাদের এখানে একটা দোকানে এই খাবারের জন্য লম্বা লাইন পরে। দারুণভাবে তুমি এই কিমা দিয়ে ঘুগনি রান্না করে আমাদের সঙ্গে শেয়ার করে রীতিমত লোভ বাড়িয়ে দিলে। আমার এখন সেই দোকানটায় যেতে ইচ্ছে করছে। এবার কি হবে এই বৃষ্টির দিনে?
হাহাহাহা বৃষ্টিতে ভিজে গিয়ে খেয়ে আসুন জ্বর হলে আমার দোষ নাই।