You are viewing a single comment's thread from:
RE: চার্ট পেপারে আমার ডিজাইন করা কিছু ড্রেস || একদা ফ্যাশন ডিজাইনিং পোর্টফলিও তে যা ছিল
আরিব্বাস। দারুন সব পোষাক তো৷ কত সুন্দর করে সবকটা ডিজাইন করেছিলি। তোর করা সেই ফ্যাশন ডিজাইনিং কোর্সটার কথা মনে পড়ছে। কত গুণ তোর। সুন্দর সুন্দর সব পোস্ট করে সকলকে সমৃদ্ধ করিস। দারুন কোয়ালিটির সবকটা পোস্ট। এই পোস্টটা একদম স্বতন্ত্র এবং ভিন্নধর্মী। সবকটি ছবি অসাধারণ হয়েছে।
পুরনো স্মৃতি নতুন করে জাগিয়ে তুললাম। তোমার কমেন্ট সব দিনই আলো দেয়। আজও দিল৷