নীল সাগরে যাওয়ার পর তোলা বিভিন্ন ছবিগুলি খুব ভালো লাগলো। ভীষণ সুন্দর করে সবকটি ছবি ক্যাপচার করেছো। জবা ফুল বা নীলসাগরের ছবি অসাধারণ হয়েছে। আসলে ওকে কি আমাদের সামনে এতই সৌন্দর্য ছড়িয়ে রেখেছে, যে প্রতি মুহূর্তে আমরা মুগ্ধ হয়ে তা দেখি। তোমার ক্যামেরায় তারই কিছু ঝলক উঠে এসেছে।