আরিব্বাস কি সুন্দর মতিচুরের লাড্ডু বানিয়ে ফেলেছ। এইতো দোকানে দিলে হু হু করে সেল হবে। এখন দেওয়ালির সময় এই লাড্ডুর খুব চাহিদা। দারুণ বানিয়েছ জিনিসটা। রেসিপিটাও খুব সুন্দর করে লিখলে। লাড্ডু সাধারণত আমরা কিনেই খাই। এমন ঘরে বানানো লাড্ডু হলে তো কথাই নেই। কাছে থাকলে গিয়ে খেয়ে আসতাম দুটো। 🤣🤣
দাদা আমি ভাবছি একটা দোকান দেওয়া যায় কি-না! 😆যেকোনো পূজার সময় লাড্ডু টা খুব বেশি চলে।আমি দূর্গা পূজার সময় বানিয়েছিলাম।দাদা তুমি বাংলাদেশে আসলে অবশ্যই আমার বাসায় নিয়ে আসবো আর ভালো ভালো রান্না করে খাওয়াবো।🥰 ধন্যবাদ দাদা।
বাংলাদেশ গেলে বোনের বাড়ি তো যেতেই হবে এবার৷ গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে তবেই আসব একেবারে। 😊😊