You are viewing a single comment's thread from:

RE: কাবাডি খেলা

in আমার বাংলা ব্লগ7 months ago

কবাডি খেলা সত্যিই এক সময় খুব জনপ্রিয় খেলা ছিল। কিন্তু শুধু ক্রিকেটের চক্করে পড়ে এইসব খেলা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। আসলে আমাদের দেশে এইসব খেলার পিছনে তেমন খরচা করা হয় না। এই সমস্যার জন্য বহু খেলোয়াড় ভালো করে উঠতেই পারে না। ভারতবর্ষে এক সময় কবাডি এক বিখ্যাত খেলা ছিল। সারা পৃথিবীতে আর কোন দেশ ভারতকেই খেলায় হারাতে পারতো না। কিন্তু এখন প্রো কাবাডি লীগের সৌজন্যে এই খেলাটি টিকে রয়েছে। না হলে কবেই হয়তো হারিয়ে যেত।