মেয়েদের জীবনটাই এমন আপু। বিয়ের পর নিজের বাড়িতে যেন পর বলে মনে হয়। আমি অনেকের কাছে এই অনুভূতির কথা শুনেছি। আসলে বিয়ে হয়ে যাওয়া মানে অন্য জায়গায় চলে যাওয়া। কিন্তু আসলে কেউই পর হয় না। এটা মনের একটা অনুভূতি ছাড়া অন্য কিছু নয়। নিজের বাড়ি সবসময় নিজেরই থাকে এবং সেখানে সমস্ত অধিকার খুব স্পষ্ট ভাবে থেকে যায়। যে আসলে যেভাবে ভাবে তার জীবনটা সেই ভাবেই আবর্তিত হয়।