You are viewing a single comment's thread from:
RE: দিল্লী ও আগ্রার জগৎখ্যাত কিছু স্থাপত্যের ছবি৷ ফটোগ্রাফি পোস্ট
দিল্লি এবং আগ্রার ঐতিহাসিক বিভিন্ন স্থাপত্যের ছবি শেয়ার করেছিস থেকে বেশ ভালো লাগলো। এই সকল স্থাপত্য আমাদের দেশের গর্ব হিসেবে চিহ্নিত। আর মুঘল ইতিহাসকে ছেড়ে কখনোই ভারতীয় সভ্যতার পথ চলাকে সুস্পষ্টভাবে চিহ্নিতকরণ করা সম্ভব নয়। তাই এই প্রত্যেকটি সৌধই ভীষণ গুরুত্বপূর্ণ এবং সুন্দর। আমার কাছে এই জায়গাগুলি ভীষণ প্রিয়। আগ্রা ফোর্টে গেলে আমি তো সেই অঞ্চলে বেশ কিছুক্ষণ শুধু বসে থাকি।
ঠিকই বলেছ। প্রতিটি সৌধই ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি তো ইতিহাসটা অনেক গভীরে জানো। ভালো লাগল তোমার মন্তব্য পড়ে।