হেডিং এর চা নামটি দেখে আমি প্রথমে ভেবেছিলাম এটিতে চা থাকবে। কিন্তু পরে দেখলাম এখানে চায়ের নাম মাত্র নেই। শুধুমাত্র অপরাজিতা ফুল ফুটিয়ে তাতে লেবু দিয়ে পরিবেশন করেছ। এমন বেগুনি রঙের এই পানীয় আমি সত্যি কোনদিন দেখিনি। একটি নতুন পানীয় আমাদের সঙ্গে শেয়ার করলে তুমি। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। যদিও স্বাদে তুমি বলেছ খুব একটা ভালো হয়নি। কিন্তু সঠিক স্বাদ গ্রহণ করার জন্য আমাকে একবার খেয়ে দেখতে হবে।