আমার বাংলা ব্লগে আমার পরিচিতি মূলক পোস্ট

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি কাউছার আহমেদ। তবে স্টিমিটে আমি @kawsar7731 নামে পরিচিত। আমি আমার স্ত্রী @maksudakawsar এর হাত ধরেই আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমার কাছে সব সময় লেখালেখি করতে বেশ ভালো লাগে। বলতে পারেন লেখালেখি করা আমার এক প্রকারের সখ। সেই সাথে তো ফটোগ্রাফি আছেই। তাই @maksudakawsar এর শত অনুরোধে এবং নিজের ভালো লাগা থেকেই আপনাদের মাঝে কাজ করতে চাইছি। আমি চেষ্টা করবো জেনারেল রাইটিং, লাইফস্টাইল, কবিতা, গল্প, ফটোগ্রাফি সহ নানা রকমের ব্লগ শেয়ার করতে।

WhatsApp Image 2025-08-10 at 22.40.09_3b2a0756.jpg

আমি কাউছার আহমেদ, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপসীতে আমার জন্ম এবং বেড়ে ওঠা। বেশ ছোট বেলা হতেই বেশ সখ ছিল যে লেখালেখির মাঝে নিজেকে হারিয়ে ফেলা। কারন প্রকৃতি আমার বেশ প্রিয়। আমি চাই মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। আর তাই তো নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা কে প্রিয় কমিউনিটির মাঝে শেয়ার করতে চাই।

WhatsApp Image 2025-08-10 at 22.40.08_f396f865.jpg

আমি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে পলিটিক্যাল সাইন্সে মাস্টার্স সম্পন্ন করেছি । বর্তমানে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বাস্তবতা আর স্বপ্ন কে আরও একটু সুন্দর করে রাঙিয়ে তুলতে নিজেকে কমিউনিটিতে তুলে ধরতে বেশ চেষ্টা করে যাবো বলে আমার বিশ্বাস। কারন আমি বিশ্বাস করি মানুষের মাঝে লুকিয়ে থাকা প্রতিভা চেষ্টা করলেই বের করে আনা যায়। তো সেই চিন্তা কে মাথায় রেখেই আমি প্রিয় আমার বাংলা ব্লগে কাজ করতে আগ্রহী।

WhatsApp Image 2025-08-10 at 22.40.08_c3689407.jpg

আমি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি। সেই সাথে ভালোবাসি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে। আর ভালোবাসি নিজের মাকে। ভালোবাসি নিজের জীবন সঙ্গীকে। আর আমাকে এমন ভালোবাসা আর ভালো লাগার মানুষ গুলোই আমাকে আগামী দিনের পথ দেখাবে বলে আমার বিশ্বাস। আর সেই চিন্তা চেতনা থেকেই নিজেকে অন্য কোন পেশায় সাথে সম্পৃক্ত করার বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। মনের ভিতরে।

WhatsApp Image 2025-08-10 at 22.40.09_828b0cbd.jpg

আমি বিশ্বাস করি আমার বাংলা ব্লগের নতুন এবং পুরাতন ইউজারদের মাঝে কাজ করতে গেলে আমি নিজেকে নতুন করে আবিস্কার করতে পারবো্। খুঁজে পাবো আনন্দ, উদ্দীপনা আর নতুন কিছু বন্ধু। আর প্রিয় @rme দাদার প্রতিষ্ঠিত এই কমিউনিটিতে সবাই মিলে যেন হয়ে উঠেছে একটি পরিবার । আর এমন একটি সুন্দর পরিবারে কাজ করতে আমি বদ্ধপরিকর। আশা করবো প্রিয় এডমিন এবং মডারেটক গন আমার ভুল ক্ষমা করে আমাকে কমিউনিটিতে কাজ করার সুযোগ দিবেন।

আশা করবো আমার এই পরিচিতি মূলক পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে কাজ করার সুযোগ পাবো। আর সেই কারনে প্রিয় @rme দাদা কে অনুরোধ করবো আমাকে আপনাদের সাথে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। অপেক্ষায় থেকে শেষ করলাম।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️