বন্ধুত্ব। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২রা জ্যৈষ্ঠ | ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | গ্রীষ্ম-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000004029.png

Canva দিয়ে তৈরি



বন্ধুত্ব এমন একটি অনুভূতির নাম যা রক্তের সম্পর্কের চেয়েও গভীর হতে পারে। বন্ধুরা হয় আমাদের সেই আত্মার মানুষ যাদের সাথে আমরা নিজেদের সমস্ত আনন্দ-বেদনা, স্বপ্ন-ভয়, সাফল্য-ব্যর্থতা ভাগ করে নিতে পারি। আপনি বিপদগ্রস্ত হলে অনেকের কাছেই এই বিষয়টা গোপন রাখবেন বা বড় কোন সমস্যার সম্মুখীন হলে সহজে তেমন কারো কাছে শেয়ার করতে পারবে না কিন্তু বিষয়টা যদি বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে চিন্তা করা যায় সে ক্ষেত্রে যে কোন পরিস্থিতিতে যে কোন অবস্থায় আপনি আপনার বন্ধুর সাথে সবকিছু শেয়ার করতে পারবেন এক কথায় বন্ধুর শব্দটাই যেন প্রতিটা মানুষের সাথে গভীরভাবে সম্পর্কিত। বন্ধু শব্দটা উচ্চারণ করলেই যেন মনে হয় বিপদে পাশে দাঁড়ানো কিছু মানুষের বড় অবদান বা বিপদে বটবৃক্ষের মতো ছায়া দেওয়া ভরসা।

তবে উপরে যে কথাগুলো উল্লেখ করেছি এই প্রতিটা কথাই আপনি বাস্তব জীবনে অনুভব করতে পারবেন যদি একজন সত্তিকার বন্ধু আপনার পাশে থাকে। বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষ শুধু নিজেদের স্বার্থ হাসিলের ব্যস্ত থাকে সেটা যে কোন পর্যায়ে হোক না কেন। যদি এই তালিকার মানুষ আপনার বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকে সেক্ষেত্রে আপনি তার থেকে যতটা আশা করবেন তার চিঠিপত্র পাবেন না কারণ এই সমস্ত মানুষ শুধু নিজেদের স্বার্থ হাসিলের ধান্দায় থাকে। আমি এই সমস্ত মানুষের কথা বলছি না আমি একজন প্রকৃত বন্ধুর কথা বলছি যে স্বার্থহীন ভাবে পাশে থাকে। একজন সত্যিকারের বন্ধু কখনো শর্ত দেয় না, শুধু পাশে থাকে ভালো সময়ে যেমন হাসতে, তেমনি খারাপ সময়ে সান্ত্বনা দিতে। তারা আমাদের ভুলগুলো দেখিয়ে দেয়, কিন্তু ভালোবাসা দিয়ে। তারা আমাদের শক্তি যখন আমরা দুর্বল, আশার আলো যখন জীবন অন্ধকার।



বন্ধুত্ব মানেই শুধু একসাথে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, কিংবা মজা নয় বন্ধুত্ব মানে বোঝা বিশ্বাস, সহানুভূতি, এবং নিঃস্বার্থ ভালোবাসা। এটা এমন একটি বন্ধন, যা সময়, দূরত্ব বা পরিস্থিতির সাথে বদলে যায় না। যদি দুজন বন্ধুর মনের মিল থাকে সেক্ষেত্রে এই অনুভূতি বা আত্মবিশ্বাস আরো বাড়তে থাকে আর বন্ধুত্বের সম্পর্ক আরো গভীর হয়। তবে আমি যতটুকু বুঝি প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষের দুইটি দিক অনুভব করা উচিত প্রথমত পজেটিভ দিক আর দ্বিতীয়তঃ নেগেটিভ দিক কারণ একটা মানুষের নেগেটিভ বা পজেটিভ উভয় বিষয়টি বিবেচনা করা উচিত।



তবে আমার মনে হয় সবার জীবনে একজন অন্তত সত্যিকারের বন্ধু থাকা দরকার যার সাথে নির্দ্বিধায় মনের কথা বলা যায়, চোখের ভাষা বুঝে ফেলা যায়, আর কোনো কিছু না বললেও পাশে থাকা যায়। একবার চোখ বন্ধ করে চিন্তা করুন এমন একজন মানুষকে আপনি সবসময় বিপদে পাশে থাকতে দেখেছেন যাকে বন্ধু হিসেবে পেয়েছেন আমার মনে হয় এমন কোন মানুষকে যদি বন্ধু হিসেবে পাওয়া যায় তাহলে সেই মানুষটার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা পূর্ণ হয়ে গিয়েছে। একজন মানুষের টাকা থাকতে পারে কিন্তু মানসিক শান্তি নেই তবে যার একজন বন্ধু আছে যে প্রতিটা ক্ষেত্রে বিপদে পাশে থাকে সে মানুষটার মানসিক শান্তি আছে কেননা বিপদ নিয়ে তার কোন চিন্তা নাই সে জানে বিপদে তার বন্ধুকে সে পাশে পাবে।



এখন কথা আসতে পারে এমন বন্ধুত্ব কিভাবে গড়ে উঠতে পারে বা অনেকের প্রশ্ন থাকতে পারে কিভাবে এমন বন্ধুত্ব দুইজন মানুষের মধ্যে গড়ে উঠবে। আমার মনে হয় প্রথমত দুইটা মানুষের যদি মন মানসিকতা একই রকম হয় সেক্ষেত্রে এরকম বন্ধুত্ব গড়ে ওঠা খুব বেশি কঠিন কিছু নয়।বন্ধুত্ব গড়ে ওঠে বিশ্বাস আর সম্মানের উপর, আর টিকে থাকে ভালোবাসা আর গ্রহণযোগ্যতার মাধ্যমে। তাই, বন্ধুত্বকে গুরুত্ব দাও, কারণ জীবনের সবচেয়ে কঠিন সময়ে হাত বাড়িয়ে যাকে পাশে পাও, সে-ই তোমার প্রকৃত বন্ধু। অনেক কথাই বলে ফেলেছি এখন যদি আমি উদাহরণ হিসেবে কাউকে দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের সার্কেলটা সবচেয়ে বড় উদাহরণ বলে আমি মনে করি কারণ বিপদে প্রিয় মানুষজন যেমন পাশে থাকে ঠিক আমাদের সার্কেলের সবাই পাশে থাকে অর্থাৎ এটাই সেরা বন্ধন আর এটাই বন্ধুত্ব।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png