সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ -১০ই আশ্বিন | ১৪৩২ বঙ্গাব্দ | বৃহঃস্পতিবার | শরৎ-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
সীতাকুণ্ড বাংলাদেশের একটি নামকরা টুরিস্ট স্পট সেখানে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সীতাকুন্ড পাহাড়ের শুরু থেকে শেষ পর্যন্ত হিন্দু ধর্মালম্বীদের অনেক ছোট ছোট মন্দির আছে আর সেই মন্দিরগুলোকে ঘিরে অনেক ইতিহাস শুনেছি তবে হিন্দু ধর্ম সম্পর্কে খুব একটা ইতিহাস পড়া হয়নি তবে আমাদের সঙ্গে বন্ধু অংকন ছিল তার থেকে এই ইতিহাসের কিছুটা ধারণা পেয়েছি। আমরা কিছুদিন আগে সীতাকুণ্ড ঘুরতে গিয়েছিলাম আর সীতাকুণ্ড ঘুরতে যাওয়ার ক্ষেত্রে ট্রেন ভ্রমণে সীতাকুণ্ড রেল স্টেশনের সৌন্দর্যটা উপভোগ করেছিলাম। সেই আঙ্গিকেই আজকের সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন কে কেন্দ্র করে এই পোস্ট শেয়ার করছি।
প্রথম দিন সীতাকুন্ড গিয়ে সকালবেলায় সীতাকুন্ড পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিলাম কিন্তু পরবর্তী দিন সকালবেলা সীতাকুণ্ড শহর আর আশপাশের সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করেছিলাম যেহেতু দ্বিতীয় দিন সীতাকুন্ড থেকে আমরা চট্টগ্রামের ফিরে আসার প্ল্যানিং করেছিলাম সেহেতু সকালটা সীতাকুণ্ড বাজার সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন সহ আশপাশের জায়গাগুলো ভ্রমণ করার মুহূর্তেই এই সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের দৃশ্যপট গুলো দেখেছিলাম। সীতাকুন্ডু রেলওয়ে স্টেশনটা অনেক পুরনো হয়তোবা ব্রিটিশ আমল থেকে যখন চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাগামী ট্রেন ব্যবস্থা চালু করা হয় তখন থেকেই এই স্টেশনের সুবিধা ব্যবহার করে আসছে।
যাই হোক আমরা পৌঁছানোর পরে সেই রেলওয়ে স্টেশনের সৌন্দর্যটা উপভোগ করলাম মূলত এই রেলওয়ে স্টেশনটা বেশ পুরনো ব্রিটিশ আমলে এই স্টেশনের যে কার্যক্রম হয়েছিল তার পরবর্তীতে নতুন করে আর এই স্টেশনের মেরামতের কাজ বা নতুন কোন ভবন কোন কিছুই হয়নি। স্টেশনের ছোট ছোট ভবন টিকিট কাউন্টার সহ স্টেশনটা দেখলেই বোঝা যাচ্ছে এটা ইংরেজ আমলে তৈরি কারণ ইংরেজ আমলের স্থাপনার সাথে বর্তমান সময়ের স্থাপনা গুলোর কোন মিল নেই। ইংরেজ আমলের স্থাপনা গুলো অনেক পুরাতন হলেও সেগুলো দীর্ঘস্থায়ী। তাছাড়া স্টেশনের পেছনদিকে বিশ্রামাগার সহ আরো খাদ্য গুদাম টিকিট কাউন্টার রয়েছে যেগুলো হয়তোবা যখন এই স্টেশন তৈরি করা হয় সেই সময়ে স্থাপন করা হয়েছিল।
উপরের যে ঘর গুলোর ছবি দেখছেন এগুলো এখন পুরোপুরি পরিত্যক্ত ইংরেজ আমলে এই ভবনগুলো তৈরি করা হলেও পরবর্তীতে স্টেশন যখন সামনের দিকে এগিয়ে আসে বা অন্যান্য স্টেশন আপডেট হয় তখন এই স্টেশনগুলো পরিত্যক্ত হয়ে যায় এখন আর এই স্টেশনগুলোতে খুব একটা মালামাল থাকে না বা লোকজনের ভিড়ও দেখা যায় না।
বর্তমান সময়ে এই স্টেশনটা তুলনামূলক অবহেলিত কারণ ঢাকা থেকে চট্টগ্রামগামী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো এখানে খুব একটা থামেনা লোকাল ট্রেন গুলো নিয়মিত সামলেও আধুনিক আন্তঃনগর ট্রেনগুলো এই স্টেশন ইগনোর করে। যেহেতু সীতাকুন্ড একটা টুরিস্ট স্পট সেহেতু এই স্টেশনে ট্রেন থামলে টুরিস্ট এর ক্ষেত্রে টাকা বাড়তি সুবিধা। বাংলাদেশ সরকারের উচিত এই স্টেশনটা উন্নয়নের জন্য কাজ করা কেননা ভবিষ্যতে টুরিস্টদের জন্য যেন বাড়িতে সুবিধা হয়।
⬇️📥 | ⬇️📥 |
---|---|
ডিভাইস | Samsung galaxy A52 |
ফটোগ্রাফার | @kazi-raihan |
লোকেশন | |
সময় | সেপ্টেম্বর,২০২৫ |
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin