মেহেরপুর ভ্রমণ (পর্ব-০২) ||২২-০৮-২০২৫|| by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ11 hours ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার একটি ভ্রমণ কাহিনী শেয়ার করব।



গত সপ্তাহে মেহেরপুর ভ্রমণের প্রথম পর্ব শেয়ার করেছিলাম চলতি সপ্তাহে সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য পরবর্তী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মূলত মেহেরপুর যাওয়ার উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি করার পাশাপাশি আমরা সবাই মিলে পাপ্পু ভাইয়ের বিয়েতে একসাথে অংশগ্রহণ করব। যাই হোক সেটা নিয়ে অবশ্য বিস্তারিত প্রথম পর্বে শেয়ার করেছিলাম যেহেতু আমরা বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করার পরে আবার কুষ্টিয়া ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম সে ক্ষেত্রে আর খুব বেশি দেরি না করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আকাশে বেশ মেঘ ছিল বৃষ্টি হবে সেটা বোঝা যাচ্ছিল তাই যতটা সম্ভব অতি দ্রুত বেরিয়ে পড়ার চেষ্টা করেছিলাম।



1000013595.png

Canva দিয়ে তৈরি



ভাবির সঙ্গে দেখা করে আমরা সবাই নিচে নেমে আসলাম। পাপু ভাইয়ের পরিবারের সবার সঙ্গে দেখা করলাম পরবর্তীতে পাপ্পু ভাই আর ভাবিও আমাদের সঙ্গে নিচে নেমে আসলো তারা আমাদেরকে বিদায় জানালো আর আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে সবাই একসাথে বাইক নিয়ে আবার রওনা হলাম। আমরা মেহেরপুর গিয়েছিলাম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা হয়ে তবে ফেরার পথে আর সে রাস্তা দিয়ে না এসে চুয়াডাঙ্গা হয়ে কুষ্টিয়া ঢোকার প্ল্যানিং করলাম কারণ মিরপুরের রাস্তায় কাজ হচ্ছিল অর্থাৎ রাস্তা সংস্কারের কাজ হচ্ছিল তাই বৃষ্টি হলে সেই রাস্তাটা তুলনামূলক একটু বিপদজনক কারণ বাইক নিয়ে যদি বৃষ্টি কাদার রাস্তায় যাওয়া যায় সে ক্ষেত্রে তাই মিরপুর উপজেলা রাস্তাটা এড়িয়ে চলার সিদ্ধান্ত হল।

1000007008.jpg

1000007009.jpg

1000007014.jpg

মেহেরপুর।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

1000007010.jpg

1000007011.jpg

1000007015.jpg

1000007016.jpg

1000007019.jpg

বিএডিসি, মেহেরপুর।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

যেহেতু আমরা চুয়াডাঙ্গা হয়ে কুষ্টিয়া ঢুকবো সেহেতু আমি ঝুপি হয়ে আমাদেরকে কুষ্টিয়া আসতে হবে সে ক্ষেত্রে আসার সময় লক্ষ্য করলাম রাস্তার দুপাশ দিয়ে দারুন একটা সৌন্দর্য। বৃষ্টি হয়েছিল হালকা ভেজা রাস্তা আর রাস্তার দুই পাশের আমগাছ গুলো বেশ ভালো লাগছিল তবে সবচেয়ে সুন্দর জোর বিষয়টা ছিল আম গাছের মুকুল গুলোর দৃশ্যটা। সেখান থেকে আমরা বাম পাশে লক্ষ্য করলাম মেহেরপুর বিএডিসির দারুন এক সৌন্দর্য। বেশ বড় বড় নারিকেল গাছ আর যতদূর চোখে যায় গম আর ধানের সবুজ সৌন্দর্য এমন অপরূপ সৌন্দর্য সচার আচর সব সময় আপনার চোখে পড়বে না। যেহেতু সবাই বাইক নিয়ে গিয়েছিলাম সেহেতু আমরা কেউই এই সৌন্দর্যটা মিস করতে চাইনি সোজাসুজি তুই বাইক থামিয়ে এই সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করেছিলাম।

1000007012.jpg

1000007013.jpg

1000007018.jpg

1000007020.jpg

মেহেরপুর।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

এই ছবিগুলো দেখুন কি একটা অপরূপ সৌন্দর্য লম্বা মাটির রাস্তা আর সে রাস্তার দুইপাশ দিয়ে সারিসারি নারিকেল গাছ এমন সৌন্দর্য যদি দেখেন সে ক্ষেত্রে আপনিও দাঁড়িয়ে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আর আমাদের হাতে যেহেতু অপশন ছিল সেহেতু আমরা এই সুযোগটা একটুও মিস করিনি। তবে হালকা বৃষ্টি হওয়ার কারণে মাটির রাস্তায় বাইক নামিয়ে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছিল তবে যে সৌন্দর্যটা উপভোগ করেছিলাম সেটা এই ভোগান্তির কাছে কিছুই না। পাঞ্জাবি পড়ে সবাই একসাথে এই জায়গাটায় বেশ কিছু ছবি উঠেছিলাম প্রাইভেসির কারণে গ্রুপ ছবিগুলো শেয়ার করিনি তবে আমার নিজের ব্যক্তিগত একটা ছবি এই পোস্টে শেয়ার করেছি।

1000007021.jpg

1000007017.jpg

মেহেরপুর।

what3words address.
https://w3w.co/swatted.engraving.shall

আমরা প্রায় আধা ঘন্টা সময় সেখানে আড্ডা দিয়েছিলাম সেখানকার সৌন্দর্যটা উপভোগ করেছিলাম শুধু তাই নয় বেশ কিছু ছবিও তুলেছিলাম যার আঙ্গিকে আজকের এই পোস্ট শেয়ার করছি যদি পোস্টার প্রতিটা ছবি দেখেন সে ক্ষেত্রে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আরো কিছুটা সময় সেখানে কাটানোর ইচ্ছা ছিল তবে সেদিন আবহাওয়া খুব একটা ভালো ছিল না যেহেতু ফেব্রুয়ারি মাস ছিল হালকা শীত শীত আবহাওয়া ছিল আর শীতের সময় বৃষ্টি হলে কিরকম বিশ্রী একটা অবস্থা হয় সেটা আর নতুন করে বলতে হবে না তারপর সবাই যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম তাই চেষ্টা করছিলাম যত দ্রুত সম্ভব যেন আমরা কুষ্টিয়ার মধ্যে প্রবেশ করতে পারি। যাই হোক আমরা সবাই একসঙ্গে আবার কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হলাম বাকি গল্পটা পরবর্তী পর্বে কোন একদিন তুলে ধরবো।



বন্ধুরা, এটিই ছিল আমার আজকের আয়োজনে, আশাকরি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে।এই ভ্রমণ কাহিনী পড়ে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏


আমার পরিচয়


20231103_120723-01.jpeg

আমি কাজী রায়হান।আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png