"নদীর গান" (Poem of my writing"River song")||by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ৫ই কার্তিক | ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | হেমন্ত-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
গত সপ্তাহের এই দিন অর্থাৎ ঠিক সাত দিন আগে কবিতা শেয়ার করেছিলাম। আজকে সকালবেলা যখন পোস্ট শেয়ার করা নিয়ে চিন্তা করছিলাম তখন একবার কল্পনা করলাম আজকে থেকে সাত দিন আগে কি ধরনের পোস্ট শেয়ার করেছিলাম সেটা একটু দেখলে সেই আংটিকে পোস্ট করলে পরে বেশ ভালো হবে তাই নিচে গিয়ে দেখলাম ঠিক ৭ দিন আগে কবিতা শেয়ার করেছিলাম। প্রথম অবস্থায় ভেবেছিলাম আজকে কোন ধরনের টপিক নিয়ে কবিতা শেয়ার করলে ভালো হয় তবে নির্দিষ্ট কোন টপে খুঁজে পেলাম না তাই আর কবিতা লেখা হয়নি আবার শেয়ার করা হয়নি। বিকেল বেলায় আমরা ঘুরতে বের হয়েছিলাম। অনেকেই হয়তোবা ভাবছেন হয়তোবা আজকেও প্রতিদিনের মতো স্টেশনের পাশে চা খেতে গিয়েছিলাম সেই সাথে সেখানেই আড্ডা দিতে গিয়েছিলাম কিন্তু না। আজকে নতুন একটা জায়গায় গিয়েছিলাম নতুন একটা অভিজ্ঞতা অর্জন করার জন্য।
কবিতার টপিক দেখে নদীর অপরূপ সৌন্দর্যের কথা মনে আসতে পারে এটা অস্বাভাবিক কিছু না। মূলত বিকেলবেলায় সিদ্ধান্ত নিয়েছিলাম না আসলে কোন টপিক নিয়ে কবিতা লিখব যেহেতু আজকে কবিতা শেয়ার করার সিডিউল ছিল সেহেতু নদীতে ঘুরতে যাওয়ার পরে বাসায় ফিরে এসে মনে হল যেহেতু নদীতে ঘুরতে গিয়েছিলাম সেহেতু নদীকেন্দ্রিক একটা টপিক নিয়ে কবিতা লিখে শেয়ার করলে ভালো হবে। মূলত নদী থেকে ঘুরে এসে কবিতা লিখতে বসেছি তাই আজকে পোস্ট শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল সাধারণত অন্যান্য দিনে অনেক আগেই পোস্ট শেয়ার করে সকাল সকাল ঘুমিয়ে যেতাম জানো ভোর রাত্রে উঠতে পারি আর ভোর বেলায় হাঁটতে বের হতে পারি। যাইহোক আজকে অনেক দেরি হয়ে গিয়েছে কবে একদম সহজ ভাষায় সহজ কিছু শব্দ ব্যবহারে যে কবিতাটি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য এতটা প্রচেষ্টা।
আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।
চলুন শুরু করা যাক
গায় সে গান সকাল বিকালে
কূলে কূলে ছুঁয়ে যায় ঘাস
তার স্রোতে বাজে মিষ্টি হাস
সূর্যের আলোয় ঝিলমিল জল
নৌকা চলে ধীরে টলমল
জেলে ফেলে জাল নিরবে
আশা রাখে মাছের রবে।
পাখিরা আসে নদীর পাড়ে
গান গায় তারা দুপুরভরে
শিশুরা আসে সাঁতার কাটতে
নদী হাসে তাদের সাথে।
চাঁদের আলোয় রাতের বেলা
নদী গায় মধুর মেলা
বাতাস আসে গায়ে ছুঁয়ে
নদী বয়ে যায় গান বুকে।
বর্ষায় যখন স্রোতটা বাড়ে
গাছেরা দোলে নদীর ধারে
প্রকৃতি শোনে সেই সুর প্রাণে
নদীর গান বাজে সবার মনে।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR