You are viewing a single comment's thread from:
RE: "বান্দরবানের পথে পথে ||ডিম পাহাড় থেকে তামাতুঙ্গী। "
পাহাড়ের উপর থেকে যখন আশপাশের পরিবেশটা দেখছিলাম তখন যে এত ভালো লাগছিল। আবার পাহাড়ের উপরে রাস্তার দুই পাশ দিয়ে ছোট দোকানগুলো বেশ সুন্দর লাগছিল। বন্ধু তোমার এই পর্বগুলো পড়তে গিয়ে আবার বান্দরবান ঘুরতে যেতে ইচ্ছে করছে যাবা নাকি??
আমিতো ঢাকাতে আছি তুমি ঢাকা চলে আসো তারপর চলে যাই বান্দরবানের সৌন্দর্য উপভোগ করার জন্য।