আসলে আপু চোরটা মনে হয় শিক্ষিত চোর এজন্য শুধু আইফোনটা নিয়ে গিয়েছে বাদ বাকি সবকিছুই রেখে গিয়েছে হা হা হা। যাই হোক ফোন হারানোর পরে অবশেষে সিমটি তুলেছেন তাহলে এখন আবার সবাই আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আর যেহেতু নাম পরিবর্তনের এসএমএস এখনো আসেনি সেহেতু আপনাকে তো আবার যেতে হবে।
চোরের মনে হয় আইফোনের খুব শখ ছিল। তাই আমারটা দেখে নিয়ে গিয়েছে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।