তারমানে উনারা আগে থেকেই আপনার জন্য মনিটরটি রেডি করে রেখেছিল। হ্যাঁ অনেক পছন্দের জিনিস যদি ভিন্ন কালার আসে সেক্ষেত্রে মনের মধ্যে একটা ভয় কাজ করে যেহেতু খোলার পরে আপনার পছন্দের কালার টি পেয়েছেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ। ভাই ডিসপ্লেটা তো সেই লাগতেছে। ৪০ হাজারের আশেপাশে বেশ ভালো কোয়ালিটির মনিটর পেয়েছেন।