You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯৩
চোখের তারায় জ্বলে ওঠে,
অসীম প্রেমের নীল প্রদীপ।
আকাশ ছুঁয়ে বলে যায়,
ফিরে আসা এক স্বপ্নদীপ।
তবু হৃদয় একলা ডাকে,
তুমি কেন নেই এ পাশে?
চোখের তারায় জ্বলে ওঠে,
অসীম প্রেমের নীল প্রদীপ।
আকাশ ছুঁয়ে বলে যায়,
ফিরে আসা এক স্বপ্নদীপ।
তবু হৃদয় একলা ডাকে,
তুমি কেন নেই এ পাশে?