এই কালবৈশাখী শপিংয়ে প্রতি বছরই বেশ মজা করি এবারেও বেশ মজা হয়েছে আবহাওয়া হালকা ঠান্ডা থাকায় শপিং করতে খুব বেশি দুর্ভোগের শিকার হতে হয়নি। ঠান্ডা আবহাওয়ায় বেশ মজাই লেগেছে। তবে ভাই এই টিকিয়া খাওয়ার বিষয়টা কিন্তু বেশি মজা ছিল যদিও তুলনামূলক আমি ভাগে কম পেয়েছি হা হা হা। আপনার পোস্ট পড়ে দিনটার কথা আবার মনে পড়ে গেল ভাই।