You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১৯
তোমার স্মৃতিতে জড়ানো সব সকাল
জেগে ওঠে প্রতীক্ষার নিঃশব্দ রোদ্দুরে,
তোমার নামেই রচিত প্রতিটি গোপন গীত
বেজে ওঠে হৃদয়ের নীরব সুরে।
তুমি না থাকলে ও থাকে যেনো
তোমার ছায়া প্রতিটি নিঃশ্বাসে,
ভালোবাসা তখনও বলে উঠে ধীরে
তুমি ছিলে আছো থাকবে ভালোবাসায় ভাসে।