কক্সবাজার বিখ্যাত রাজা চা খাওয়ার মুহূর্ত
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১১-০৯-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কক্সবাজার গিয়ে রকি ভাইয়ের সাথে বিখ্যাত রাজা চা খাওয়ার কিছু মুহূর্ত। আপনারা সকলেই জানেন আমি বেশ কিছুদিন আগে আবারো সিঙ্গাপুরে ঘুরতে এসেছি। আসলে আমার শখ গুলোর মধ্যে প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করা তাই চেষ্টা করি আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করার জন্য। সিঙ্গাপুরে আসার আগে আমি কিছুদিন আগে ফেনী জেলায় ঘুরতে গিয়েছিলাম সেখানে ঘুরতে যাওয়ার পরে আমি এবং রকি ভাই দুজন মিলে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। আসলে কক্সবাজার বিখ্যাত সমুদ্র সৈকত দেখার জন্যই গিয়েছিলাম। সেখানে আমরা দুই দিন অবস্থান করেছিলাম সেখানে নদীতে গোসল করার মুহূর্তটা সত্যিই অকল্পনীয় আমার এখনো বেশ মনে পড়ে নদীর ঢেউগুলো যখন এসে ধাক্কা দিচ্ছিল সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসে চোখ বন্ধ করলেই। তবে চলুন আজকের পোস্টের মূল আলোচনা শুরু করা যাক.......
আমি উপরে চমৎকারভাবে দুইটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি ছবি দুটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথম দিন আমরা কক্সবাজার সমুদ্র সৈকত গিয়ে পৌঁছানোর পরে সেখানে আমি এবং রকি ভাই দুইজন মিলে একটি ফ্লাট নিয়েছিলাম। সেখানে বেশ কিছু সময় এরেস্ট করার পরে ঠিক বেলা এগারোটা দিকে আমরা দুজন সমুদ্র সৈকতে গোসল করার জন্য গিয়েছিলাম। দুইজন প্রায় সমুদ্র সৈকতে দুই থেকে আড়াই ঘন্টা গোসল করেছিলাম। সমুদ্র সৈকতে গোসল করার পরে আমি এবং রকি ভাই দুইজন মিলে রুমে এসে ভালোভাবে গোসল শেষ করে দুপুরের খাবার খেতে নিচে নেমেছিলাম। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আবারও রুমে গিয়ে বেশ কিছু সময় রেস্ট করে সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের আবহাওয়া দেখার জন্য বের হয়েছিলাম। সন্ধ্যা রাতে আমারও তখন সমুদ্র সৈকতের পাশে এসে দাঁড়িয়েছিলাম তখন নিস্তব্ধ সমুদ্র সৈকতের দারুন আওয়াজ কানে ভেসে আসছিল। সত্যিই এই সকল কিছুই আমাকে বেশ মুগ্ধ করেছিল। এর আগে কখনো আমার কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়া হয়নি। তারপরে সেখান থেকে আমরা দুজন চলে গিয়েছিলাম বিখ্যাত রাজা চা খাওয়ার জন্য। সেখানে গিয়ে আমি বেশ কিছু ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে।
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও দুইটি ছবি আপনাদের মাঝে খুবই চমৎকার ভাবে আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে শেয়ার করেছি। আমি এবং রকি ভাই দুজন মিলে রেস্টুরেন্টের মধ্যে বসার পরে রকি ভাইয়ের কথা অনুযায়ী আমি দুইটি আমার পছন্দ মতো চা অর্ডার করেছিলাম। সেখানে আমার পছন্দের চা ছিল রাজা স্পেশাল মালাই চা । সত্যিই সেখানে খুবই অল্প দামে চা বিক্রয় করছিল কিন্তু চা গুলো খেতে বেশ মজা ছিল। চা অর্ডার করার পরে বেশ কিছু সময় আমরা সেখানে বসে গল্প করছিলাম এবং রেস্টুরেন্টের মধ্যে অনেক মানুষ চা খাচ্ছিল এবং হাসি আড্ডা গল্পে মেতে উঠেছিল সত্যিই সেই দৃশ্যগুলো চোখে পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছিল। এভাবে আমরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করার পরে আমাদের সামনেও যখন মাটির কাপে দুই কাপ চা নিয়ে এসে দিয়েছিল তখন সত্যিই আমার কাছে বেশ ভাল লেগেছিল। আমি খুব আগ্রহ নিয়ে তখন চায়ের ছবিগুলো আমার মোবাইলের ক্যামেরা ধারণ করেছিলাম সেই ছবি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। এভাবে আমি এবং রকি ভাই দুজন মিলে সেখানে প্রায় অনেক সময় বসে চা খেয়েছিলাম এবং সুন্দর সময় উপভোগ করেছিলাম।
এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো চমৎকারভাবে আপনাদের মাঝে দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে শেয়ার করেছি। এর মধ্যে যে সকল মানুষ চা খেতে আসছিল আমি তাদের ছবি আমার মোবাইলের ক্যামেরায় খুবই সুন্দর ভাবে ধারণ করে রেখেছিলাম এবং আমি এবং রকি ভাই দুজন মিলে যখন রেস্টুরেন্টের মধ্যে বসে চা খাচ্ছিলাম সেখানেও দুজন মিলে বেশ দারুণ একটি সেলফি আমার মোবাইলের ক্যামেরা ধারণ করেছিলাম। সব মিলিয়ে কক্সবাজার ভ্রমণের মুহূর্তগুলো সত্যি এখনো বেশ মনে পড়ে আমার। কক্সবাজার সমুদ্র সৈকতে কাটানো সময় গুলো সত্যি আমাদের দুজনের জন্য বেশ দুর্দান্ত ছিল। তবে কক্সবাজার সমুদ্র সৈকতে একা একা ঘুরতে গিয়ে কোন মজা নাই জীবনের সবথেকে দামি মানুষ জীবনসঙ্গীকে নিয়ে সেখানে ঘুরতে যেতে হবে তাহলেই হয়তো বেশি মজা পাওয়া যাবে আমার মনে হয়। তবে যদি কারো খুব বেশি মন খারাপ থাকে আপনার চেষ্টা করবেন বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য আশা করি তাহলে মনটা ভালো হয়ে যাবে। আজকের মত পোস্ট লেখা এখানে শেষ করছি। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
x-promotion
@tipu curate 4
Upvoted 👌 (Mana: 4/8) Get profit votes with @tipU :)
https://x.com/kibreay001/status/1965961110894555220?t=-GecGewmRIQ0ld3-_Hg_Wg&s=19
https://x.com/kibreay001/status/1965961531382005777?t=-GecGewmRIQ0ld3-_Hg_Wg&s=19
https://x.com/kibreay001/status/1966154782747529656?t=-GecGewmRIQ0ld3-_Hg_Wg&s=19
Hello there! 👋🏼
So excellent you've shared about traveling. 🤩
There's a travel community that is active now through this link:
https://steemit.com/trending/hive-188972
Suscribe and feel free to share your travel adventures there moreover of tips, food, nature and more.🚌
~ Join the Discord server + Telegram group and have a happy day.👍🏼