এলোমেলো আলোকচিত্র 📷
নমস্কার বন্ধুরা,
ফটোগ্রাফি নিয়ে বেশ কয়েকটা পোস্ট ইতিমধ্যে আমি করেছি। তার মধ্যে বছরের বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি তুলে ধরেছি। আজ ইচ্ছে হলো বছরের নানান সময়ে আকাশ কেমন হয় সেটা নিয়েই। নানা জায়গায় ঘুরতে থাকি এবং সেজন্য নানান ধরনের অভিজ্ঞতা জমতে থাকে। তার মাঝে সুযোগ পেলে আকাশ দেখি, আর মুগ্ধ হই। মুগ্ধ হতে হয় পারিপার্শ্বিকের সৌন্দর্য দেখে, মুগ্ধ হতে হয় আকাশের নীল রঙ দেখে। আজ যে ছবি গুলো পোস্ট করব সেগুলো বিগত ৩-৪ বছরে নানান সময়ে তুলেছি। কখনো ট্রেনে, কখনো মাঠে বসে, কখনো আবার গঙ্গার পাড়ে বসে।
শীতে যখন ধান কেটে ফেলা হয়, তখন জমি ফাঁকা হয়ে যায়। পড়ে থাকে ধানের গোড়া। আমাদের জমিতে সেই সময়ের শেষ মুহূর্তের ধান কাটা চলছিল। আমি বসেছিলাম মাঠের মাঝে। কিছুদিন আগ পর্যন্ত যেখানে সবুজ রঙের চারিদিকটা ভরে থাকতো সেখানে আজ পড়ে আছে, শুধুমাত্র ধানের গোড়া। তার মধ্যেই সূর্যের অস্ত যাওয়া অবশ্যই এক মনোরম দৃশ্য।
শরৎকালের ঠিক আগাম সময়ে গঙ্গার ধারে গেলে সেই সময়ে গঙ্গার দুপাশে গড়ে ওঠা শহরগুলোর মাঝখান থেকে মা গঙ্গার বেয়ে চলা খুবই সুন্দর লাগে। সেই সাথে আকাশে সাদা পেজা তুলোর মতো মেঘের মাঝখানে গাঢ় নীল রঙের আকাশ।
ভারতীয় রেলের সাথে আমার সম্পর্ক বহুদিনের। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটিকায় আমি যাত্রা করতে থাকি। একটা সময় ছিল যখন দিনের বেলায় যাতায়াত করতেই বেশি স্বাচ্ছন্দ বোধ হতো। দিনের বেলায় চলাচল করলে একটা সুবিধা খুব ভালো পাওয়া যায় সেটা হলো আশেপাশের দৃশ্য। বর্ষাকালে যা হয় সবচাইতে সুন্দর। সেরকম আমার বাড়ি যাওয়ার সুদীর্ঘ রেলপথের এক জায়গায় ইউসেপের রেল লাইন রয়েছে যেখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে।
বর্ষার পরপর ধানের গোঁজ লেগে যায়। সেই সময় গ্রাম বাংলার সবচাইতে সুন্দর লাগে। চারিদিকে এতটা সবুজ হয়ে থাকে, চোখ মন প্রাণ সবই জুড়িয়ে যায়। রাস্তায় কিছুটা গরম তখনো থাকে কিন্তু চারপাশের দৃশ্যটা এতটাই সুন্দর হয় যে, গরমটা বোধ হয় না।
কলকাতায় বৃষ্টি হলে ছাদের কিছু জায়গায় অল্প কিছু সময়ের জন্য জল জমে যায়। যদিও সেটা বেশিক্ষণের জন্য স্থায়ী হয় না তবে যেটুকু সময় জল জমে থাকে সেটুকুতে কলকাতার শহরের এক রঙিন দিক ধরা পড়ে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রাকৃতিক আর ট্রেনের ফটোগ্রাফি গুলো বেশি সুন্দর হয়েছে। ট্রেন দেখে তো মনে হচ্ছে এক কিলোমিটার লম্বা। বিশাল বড় ট্রেন।