ডোমিনিজের নন-ভেজ টাকোস এবং লোডেড পিজ্জা

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,

সেদিন হঠাৎই যখন পিজ্জা খেলাম তারপর থেকে কেন জানি মনটা উসখুস করতে থাকলো। মাঝেমধ্যে মনে হচ্ছিল আরেকবার অর্ডার করলে কেমন হয়। বাঘ যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায় তাহলে খাওয়া কি থামিয়ে দিতে পারে। আমার ক্ষেত্রে সেটাই হল। সেদিন খেয়েছিলাম তারপর ফের পিৎজা খাবার ইচ্ছা করছিল। ইচ্ছা যখন হলো, তখন ঠিক করলাম আজকে ননভেজ পিজ্জা খাবো। বাড়ি ফিরছিলাম সেই সময়ে অর্ডার করে দিলাম। তবে যেহেতু সময়টা আগে থেকে ঠিক করে রাখা যায় সেজন্য অর্ডার বাড়ি পৌঁছানোর বেশ অনেকটা সময় পেলাম। পিৎজার চিজের সুন্দর গন্ধ নাকে লেগেছিল, তাই হয়তো আবার ইচ্ছে জাগলো। খিক খিক।

1000067520.jpg

বাড়ি ফিরে রাতের খাবারটা একটু কমই খেলাম কারণ আমার আবার ওদিকে অর্ডার ছিল। রাত্রি সাড়ে ১১ টার সময় পিজ্জা এসে হাজির হলো। আমার অর্ডার মাত্র দু ধরনের পিজ্জা ছিল। একটি ননভেজ লোডেড পিজ্জা সেই সাথে একটা ক্লাসিক পিজ্জা এবং নতুন পদ টাকোস। বহুদিন ধরে টাকোর নাম শুনে এসেছি, ডোমিনোজ ঘাটতে ঘাটতে তাদের কাছেও দেখি আছে, সেটাই অর্ডার করি। ডেলিভারি বয় যখন বাক্স গুলো আমার হাতে তুলে দিচ্ছিল, সেই সময়ে সুন্দর পিজ্জার গন্ধ নাকে ভেসে আসছিল। এরকম সময়ে কি বেশিক্ষণ অপেক্ষা করা যায়? আমি ঘরে এসে সোজা বাক্স গুলো খুলে বসলাম।

1000067513.jpg

প্রথম খুললাম টাকোস। বাক্স থেকে দুটো টাকোস বেরিয়ে এলো। পরোটার মতনই দেখতে লাগলো। পরোটাকে মাঝখান থেকে একটি ভাঁজ করে ভেতরে একটা চিকেন প্যাটিস ঢুকিয়ে দিয়েছে। বিশাল মাপের ছিল চিকেন টুকরোগুলো। হালকা বাটার দিয়ে জন্য খুব সুন্দর গন্ধ পাচ্ছিলাম খেতেও ভালোই লাগলো। তবে যেন আমাদের পরোটার মাঝে ডিম এবং চিকেন দিয়ে রোল খেতেই বেশি ভালো। তারপর খুলে বসলাম একটা ক্লাসিক পিজা। বিশেষ কিছু নয়, অল্প চিজের আস্তরণ আর টমেটোর আস্তরণ। পাতলা ক্রাস্টের পিজ্জাটা দারুন। সবশেষে খুলে বসলাম ননভেজ লোডেড পিৎজা। ভরপুর চিকেনের টুকরো পুরো পিৎজা জুড়ে রয়েছে। সাথে চিজ এবং টমেটো সসের একটা পাতলা আস্তরণ ছিল। সুগন্ধি কামড় গুলো যেন মন প্রাণ জুড়িয়ে দিচ্ছিল। একদিন সম্পূর্ণরূপে ভেজ পিজ্জা খেয়েছি আজকে মূলত ননভেজ দিক এগিয়ে রেখে পিজ্জা খেলাম।

1000067514.jpg

1000067516.jpg

1000067515.jpg

অল্প দিনের মধ্যে দুবার পিজ্জা খেলাম তবে মনে যেন তৃপ্তি হলো না। আবারো অর্ডার করা থেকে নিজেকে যে বিরত রাখতে পারব না সেটা বুঝতে দেরি হলো না। হাঃ হাঃ।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@kingporos, নমস্কার! Your post about your pizza indulgence is absolutely delightful! The way you describe the craving, the anticipation, and finally, the joy of biting into those non-veg pizzas – it's wonderfully relatable! 🤤

The photos are making my mouth water, especially that non-veg loaded pizza! The cheese, the chicken... কি দারুণ! It's like you've perfectly captured that irresistible pizza experience.

I especially enjoyed your comparison to a tiger tasting blood – so vivid! 😂 It's clear you have a passion for pizza, and your enthusiasm is infectious. Now I'm craving pizza too! Thanks for sharing your delicious adventure with us. What kind of pizza will you order next time? 😉🍕