ঘরে নতুন ব্রডব্যান্ড বসানো হলো

in আমার বাংলা ব্লগ14 days ago

নমস্কার বন্ধুরা,

রবিবারের দিনটা অল্প ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো। যদিও সারাদিন বৃষ্টি হওয়ার জন্য মোটামুটি সাথেই আবহাওয়া ছিল। তবে ব্যস্ততা টা অন্যদিকে। পিসিরা নতুন বাড়িতে গিয়ে উঠেছে বেশ কয়েকদিন হল সেখানে সব ঘরে ভালোমতো নেটওয়ার্ক আসছে না কথাটা নেটওয়ার্কের ঠিক নয় মূলত সমস্যাটা ইন্টারনেটের। অলিম্পিক থাকলেও কোথাও কোথাও ফাইভ জি নেটওয়ার্ক আসছে না জন্য বেশ সমস্যা হয়ে গেছিল। কাজের জন্য ফাইভ-জিটা খুবই প্রয়োজন সেই সাথে ফাইভ-জি ইন্টারনেটের স্পিড ব্যবহার করে করে অভ্যাসটা এমন হয়ে গিয়েছে যে কিছুটা স্পিড পাওয়ার সাথে সাথেই যেন সব সমস্যার একেবারে শুরু হয়ে গেছে। সমস্যার সমাধান একটাই সেটা হলো ব্রডব্যান্ড কিনে ওয়াইফাই রাউটার বসিয়ে নেওয়া।

1000045288.jpg

পূর্বে একসময় এয়ারটেলের ব্রডব্যান্ড এখানে ছিল তখন মাঝেমধ্যে বেশ কয়েকবার স্পিডের কারচুপি ধরা পড়েছিল। সেজন্য এইবারে জিওর কালেকশন নেওয়া টাই ঠিক মনে হল। বেশ কয়েকদিন আগেই জিওর এর ফাইবার বুক করে রাখা হলো। নতুন মাস পরতেই সেদিনের জন্য ছুটোছুটি আর রবিবারটা ফাঁকা ছিল জন্য সেদিনই সব কাজ সেরে ফেলা হলো। শনিবার দিন এসেই বাড়ির জরিপ করে গিয়ে কিভাবে নেটওয়ার্ক কানেকশন দেবে সেটাই ঠিক করে গেল। রবিবারে এসে শুধু রিসিভার বসানো। বৃষ্টি হচ্ছিল তাই জিওর টেকনিশিয়ান দাদাটা বাড়ি পৌঁছুতে একটু দুপুর করে দিল। ঘড়িতে তখন একটা বেজে গিয়েছে। এত দেরি হয়ে গিয়েছিল কিন্তু কাজটা সেরে ফেলতে হবে।

1000045291.jpg

1000045289.jpg

দুপুরবেলায় মেঘলা আকাশের তলায় ছাদের বিভিন্ন কোনায় ঘুরে বেড়িয়ে শেষমেষ একটা ভালো স্ট্রং নেটওয়ার্ক পাওয়া গেল। তারপর আর কি সেখানে ছোট্ট একটা টাওয়ার বসানোর পালা শুরু। ছোট্ট একটা রোড বসিয়ে তাতে ভারি নেটওয়ার্ক রিসিভার চড়িয়ে দিল। সেখান থেকে এটা ফাইবার কেবল তার নিজের জানলা বরাবর নেমে গেল। প্রথমে ভাবা হয়েছিল দেওয়ালে ফটো করতে হবে কিন্তু সৌভাগ্যবশত একটা জানলার কিছুটা অংশে একটু ফাঁকা থাকার জন্য সেখান থেকেই ফাইবার কেবেলটা ঘরের ভিতরে ঢুকে পড়তে পারল।। ইন্টারনেট কানেকশন বসাতে বেশ খানিকটাই সময় লেগে গেল কারণ অনেকগুলো স্টেপ ছিল যেটাকে মানতে হলো। ঘরের ভেতরে আমরা চলে এলাম বাকি পর্যায়ের কাজটা করতে। সেটা হচ্ছে রাউটার কে সঠিক ভাবে সেটআপ করানো।

1000045290.jpg

রাউটার সেটআপ করতে বেশি সময় লাগলো না খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল তবে বিপত্তি হল টিভির টা ঠিক করতে গিয়ে।। জিওর ফাইবারের ক্ষেত্রে টিভির নেটওয়ার্ক টি ফ্রি পাওয়া যায়। ফ্রি বললে ভুল হবে মূলত ইন্টারনেটের সাথে সেটি মেলে। সেদিকে সেটাপ করতে গিয়েই একটু ঝামেলায় পড়তে হলো ক্ষার টিভির রিমোটটা সেই বাড়িতে আনা হয়নি। বৃষ্টি মাথায় করে পুরনো বাড়িতে ফিরে গিয়ে রিমোট টা নিয়ে এলাম তাতে অল্প কিছুটা সময় গেল বটে। কিন্তু রিমোটটা নিয়ে এসে খুব সহজেই টিভিটাও চালু হয়ে গেল। এক ঢিলে দুই পাখি। ইন্টারনেট কানেকশন সেই সাথে টিভি।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@kingporos, this is a fantastic post! It's so relatable to read about the everyday struggles of getting reliable internet, especially in this day and age. Your detailed account of setting up the Jio fiber connection, complete with photos, really brings the story to life. I especially enjoyed the "one stone, two birds" moment with the TV setup! It's these little victories that make life interesting.

The way you've integrated the community promotions for $PUSS and the witness votes is also very well done. Keep up the excellent work! I'm sure many others in the "আমার বাংলা ব্লগ" community can relate to this experience. What speeds are you getting now with the new setup?