ঘাটশিলা থেকে কলকাতা!
নমস্কার বন্ধুরা,
ঘাটশিলায় ছিলাম মাত্র একদিন। ট্রেনে যেতে যেতে মাত্র পঞ্চাশ মিনিটের মধ্যে বানানো ট্রিপ প্ল্যান, তাতে যাহয় আরকি। তবে যেসব জায়গায় ঘুরেছি সবই ধীরে ধীরে প্রকাশ করব। কিন্তু একদিন পর কলকাতা ফিরে আসি সেটা এক দারুন অভিজ্ঞতা। ঘাটশিলায় খুব সকালবেলা পৌঁছই। তারপর সারাদিন গোটা ঘাটশিলায় জুড়ে প্রায় ৬০ কিলোমিটার ঘোরাফেরা করি, দুপুরের মধ্যেই আমার বেশিরভাগ ভ্রমণ স্থান ঘুরে ফেলি। আবার বিকেলবেলা হাঁটতে বেরিয়েও কয়েকটা জায়গায় দেখেছিলাম। আগের রাতের কয়েক ঘণ্টার চোখ বন্ধ এবং সারাদিনে পথচলার ক্লান্তি সন্ধ্যা বেলা থেকেই বুঝতে পারছিলাম। শরীর দিচ্ছিল না, সন্ধ্যে থাকতে থাকতেই খাওয়া-দাওয়া সেরে নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। পরদিন খুব সকালে সেই একই স্টিল এক্সপ্রেসে কলকাতা ফিরে যাওয়া সেজন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম।
খুব সকাল না হলেও ছটার সময় অ্যালার্মটা যখন বেজে উঠল তখন তড়িঘড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। ট্রেন ঘাটশিলা স্টেশনে আসবার কুড়ি মিনিট আগে আমার যাত্রার জন্য প্রস্তুতি নেওয়া শেষ। স্টেশনে বেরোলাম তখন সূর্যদেব কিছুটা উঁকি দিয়ে তাকিয়েছেন বটে তবে কুয়াশাচ্ছন্ন স্টেশন চত্বরটা খুবই সুন্দর লাগছিল। হেঁটে স্টেশনের একদম শেষ প্রান্তে গিয়ে বসলাম। যখন ট্রেন ঘোষণা হলো তারপর বুঝতে পারি যে আমি শেষ প্রান্তে আছি। হাঃ হাঃ। স্টেশনে কামরার জায়গাগুলো পরিষ্কার করে ভেসে ওঠায় একদম শেষ দিকে আমার কামরার কাছে গিয়ে দাঁড়ালাম। ট্রেন মিনিট দশেক পরে এলো এবং আমি চেপে বসলাম। দ্বিতীয় শ্রেনীর টিকিট।
ঘাটশিলা কুয়াশাচ্ছন্ন থাকলেও আবহাওয়া তেমন বেশি শীতলতা ছিল না। ট্রেন চলা শুরু করলে তখন হালকা ঠান্ডা হাওয়া জানলা দিয়ে আসছিল। আগের রাতে গভীর ঘুমের জন্য পুরো রাস্তাটা জেগেই ছিলাম। ট্রেন না দাঁড়িয়ে একের পর এক স্টেশন পার করতে থাকলো। ধীরে ধীরে প্রাকৃতিক সৌন্দর্য কাটিয়ে কংক্রিটের শহরে বাড়তে থাকলো। খড়গপুর স্টেশন পর্যন্ত অল্প কিছুটা লেট করলেও হাওড়া স্টেশন একদম সঠিক সময়ে ঢুকলো। কলকাতা যখন নামলাম তখন রোদের তেজে গা-হাত-পা তাপ লাগছে অথচ আগের দিন ঘাটশিলায় রোদের মধ্যেই ঘুরে এসেছি সেখানে রোদের তেজ থাকলেও ঝলসানো মনে হয়নি। কংক্রিটের জঙ্গলে থাকার কিছু প্রতিক্রিয়া তো অবশ্যই আছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS






