চললাম বাড়ির উদ্দেশ্যে...
নমস্কার বন্ধুরা,
মাসের সেই সময় চলে এলো যখন ফের বাড়ির পথে রওনা হলাম। এইবার কলকাতা থেকে বাড়ি আসা বেশ আনন্দের ছিল। যেহেতু প্রতি মাসে কলকাতা থেকে বাড়িতে আসা শুরু করেছি, সেজন্য টিকিট আগে থেকেই কেটে রেখেছিলাম। আসলে শেষ মুহূর্তে গিয়ে টিকিট কাটার যে চাপ হয় সেটা নিতে আমি নারাজ। তবে সম্প্রতি ভারতীয় রেলের পক্ষ থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে যেখানে একজন কে তৎকালের টিকিট কাটতে গেলে অবশ্যই আধার কার্ড ভেরিফিকেশন করে রাখতে হবে। সেটা খুবই কাজে লাগছে তা বুঝলাম আমার যে তারিখের টিকিট তার আগের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত তৎকাল টিকিট রয়েছে। সেসব অন্য কথা। টিকিট কেটে রাখার সুবিধা অনেক আগেই আমার একটি সিট নিশ্চিত হয়ে যাওয়া।
বিগত কয়েক সপ্তাহ ধরে কলকাতাতে টানা বৃষ্টি হয়ে চলেছে তবে ঠিক যেদিন আমি বাড়ি রওনা হব সেদিন ঝলমলে রোদ্দুর। সেইসাথে হালকা ভ্যাপসা গরম। তবে কাজের চাপে সেদিকে খুব একটা মাথা দিতে পারিনি দুই একবার আমার ছোট্ট অফিস রুমটা থেকে বেরিয়ে বাইরে গেছিলাম বটে তবে কিছুক্ষণের মধ্যেই ফের অফিসে চলে আসায় ভ্যাপসা গরম বুঝতেই পারিনি। যেহেতু অফিস থেকেই বাড়ি চলে যাওয়া সেজন্য একটু দেরি করেই সেখান থেকে বেরোলাম। একদিক থেকে ভালই হল কারণ অনেকটা সময় পর্যন্ত কাজ করতেন পেরেছি। ট্রেন ধরতে বেরিয়ে পড়লাম সাড়ে নটার সময়।
আধ ঘণ্টার মধ্যে শিয়ালদা স্টেশন পৌছালাম সেই সাথে খাবার দাবারও কিছু কিনে নিলাম। অন্যবার বিশেষ একটা খাওয়া দাওয়া করি না। এবারে আমি খাবার জন্য চিকেন রোল সেই সাথে একটা বিস্কুটের প্যাকেট কিনে নিলাম। একটু হালকা খেতেই ভালো লাগে। ট্রেনে উঠেই হাতমুখ ধুয়ে প্রথমেই খাবার গরম থাকতে থাকতে খেয়ে ফেললাম। আপার বার্থ আমার খুব পছন্দের, কিন্তু এবারে পেয়েছি লোয়ার বার্থ। সারারাত সুন্দর হাওয়া খেতে খেতে বাড়ি পৌঁছে যাব সেটা বুঝতেই পারছিলাম। সঠিক সময়ে ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিলো। কলকাতার ফিরে ট্রেন বেরোতেই হালকা বৃষ্টির বাতাস জানালা দিয়ে ঢোকা শুরু করল। আহা।
সারারাত বৃষ্টির বাতাসের হাওয়া খেতে খেতে সকাল সাতটায় ঘুম ভাঙলো। তখন উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছি। চারিদিকে মাঠ সবুজ হয়ে আছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
@kingporos, আপনার কলকাতা থেকে বাড়ির পথে যাত্রা নিয়ে লেখা পোস্টটি খুবই জীবন্ত এবং আন্তরিক! আপনার টিকিট কাটার পূর্ব-প্রস্তুতি এবং ট্রেনের অভিজ্ঞতার বর্ণনা চমৎকার। ছবিগুলো যেন গল্পটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
বিশেষ করে, ট্রেনের জানালা দিয়ে আসা বৃষ্টির বাতাসের অনুভূতি এবং উত্তরবঙ্গের সবুজ মাঠের দৃশ্য বর্ণনা মন ছুঁয়ে যায়। আপনার লেখার মধ্যে একটা শান্তি এবং ঘরমুখো মানুষের আনন্দ অনুভব করা যায়।
ভারতীয় রেলের নতুন নিয়ম সম্পর্কে আপনার অভিজ্ঞতা জেনে ভালো লাগলো। আপনার এই ভ্রমণ কাহিনী অন্যদেরও উৎসাহিত করবে। আপনার আগামী পোস্টগুলোর জন্য অপেক্ষা রইলাম! শুভ কামনা।