ফের চললাম বাড়ি!

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,

মাস না পেরোতেই ফের একবার বাড়ি পথে রওনা হয়েছি যদিও বাড়িতে কদিন আগেই এসেছি, তবে মাঝে কয়েকদিন ব্যস্ততার জন্য যাত্রার মধ্যে সুখ আপনাদের সাথে ভাগ করিনি। আমি ঠিক করেছি প্রতি মাসেই অন্তত দিন চারেক হলেও বাড়িতে এসে থাকবো। বাবা মার বয়স হচ্ছে সেই সাথে সাথে আমাকেও আশপাশের কিছু জিনিসপত্র চিনে রাখতে হবে। সেজন্য যাতায়াতটা ইদানিং বেড়ে গিয়েছে তবে যেহেতু বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন রয়েছে সেজন্য কাজকর্মের কখনো সমস্যা হয় না। যেহেতু আগে ঠিক ছিল সেজন্য টিকিট আগেই কেটে ফেলা হয়েছিল। মাসের তৃতীয় সপ্তাহে আসবার ইচ্ছে থাকলেও এবার মাসের দ্বিতীয় সপ্তাহেই চলে এসেছি।

1000037433.jpg

যেদিন কলকাতা থেকে আমার বাড়িতে ফেরার ট্রেন ছিল সেদিন চরম ব্যস্ততা গিয়েছে। কারণ সেদিনটা ছিল ১১ই জুন। সেদিন আমার বাংলা ব্লগে জন্মদিন পালন হবে রাত্রি বেলায়, সেদিন আবার পিসির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল সেজন্য রাতটা বড় ব্যস্ততার মধ্যে কাটবেই আগে থেকেই মাথায় ছিল। যেহেতু এইসবের পরিকল্পনাই ট্রেনের টিকিট অনেক দিন আগে কেটে রাখি। তৎকাল টিকিট কাটবার চাপ নিতে পারবো না।

সেদিন সন্ধ্যাবেলায় পিসির বাড়ি থেকে নানান ব্যস্ততার মধ্যে থেকে কিছুটা ফাঁকা পেয়েই বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। স্টেশন বেরোনোর খানিক আগে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। গন্তব্যের মাঝপথে আমার বক্তব্য দেওয়ার কিছুটা সময় পেয়েছি। আমি যে সময়টায় কথা বলছিলাম সে সময় হঠাৎ করে ট্রেনে চলে আসায় ট্রেনে ওঠার জন্য আমাকে হুড়োহুড়ি করতে হলো। এমনকি ট্রেনে উঠতে গিয়ে কয়েক মুহূর্ত কথা থেমে গিয়েছিল। আমার বক্তব্যের শুরুটা প্ল্যাটফর্ম দিয়ে করলেও শেষটা কিন্তু ট্রেনের ভেতরেই হয়েছিল। আমার সাথে ট্রেন এবং হ্যাং আউটের অনেক কটা স্মৃতি জড়িয়ে রয়েছে তার মধ্যে এই বাৎসরিক স্মৃতিটাও জড়িয়ে গেল সেটাতে খুব আনন্দ পেয়েছিলাম।

1000037444.jpg

ট্রেন সঠিক সময়ে ছাড়ার কথা, তবে আমি যেহেতু একটু ঘুরপথে এসেছি সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। সঠিক সময়ে ট্রেন ছাড়লো তবে বিগত বারের যেমন কলকাতা থেকে বেরিয়ে যেতে একটা শীতল পরিবেশ পেয়েছিলাম সেটা কিন্তু এবার পেলাম না। সকালে বাড়িতে নামবো এটাই হয়তো কিছুটা শীতল পাওনা।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.