বরাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলন
নমস্কার বন্ধুরা,
ভাষা, মানুষের কাছে গর্বের। সে আমরা যে ভাষাতেই কথা বলি। বাংলা ভাষার জন্য জন্য বহু লড়াই হয়েছে ও বহু রক্ত ঝড়েছে। যেমন আজ, ১৯ মে তারিখ সম্পর্কে আমরা কেউই জানি না। ১৯৬১ সালের আজকের তারিখে ঘটে বাংলা ভাষার অদম্য লড়াই। আসামের বরাক উপত্যকায় ঘটে বাংলা ভাষা আন্দোলন, যা ছিল সেখানের বাঙালি ভাষাভাষীদের অস্তিত্ব ও পরিচয় রক্ষার লড়াই। আসাম সরকার যখন অসমীয়া ভাষাকে একমাত্র সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন বরাক উপত্যকার বাঙালিরা প্রতিবাদে সোচ্চার হয়।
বরাক উপত্যকার শহর শিলচরে আন্দোলনের চূড়ান্ত রূপ দেখা যায়। ১৯ মে তারিখে ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারন মানুষ এক বিশাল শান্তিপূর্ণ মিছিল সংগঠিত করে। আন্দোলনরত বাঙালিরা নিজেদের মাতৃভাষার স্বীকৃতির দাবিতে স্লোগান তোলে। প্রশাসন সেই আন্দোলনকে দমন করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। পুলিশের গুলিতে ১১ জন বীরগতি প্রাপ্ত হন, যাঁদের মধ্যে ছিলেন কানাইলাল নিয়োগী, চন্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র দেব, কুমুদরঞ্জন দাস, সুনীল সরকার, তরণী দেবনাথ, শচীন্দ্রচন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুকোমল পুরকায়স্থ কমলা ভট্টাচার্য এবং কমলা ভট্টাচার্য।
এই হত্যাকাণ্ডের পর পশ্চিমবঙ্গ তথা, বাঙালি অধ্যুষিত সমস্ত স্থানে ক্ষোভের সঞ্চার হয় এবং বরাক উপত্যকায় প্রতিবাদ আরও জোরালো হয়। প্রবল জনমতের চাপে আসাম সরকার অবশেষে ১৯৬১ সালের ১৬ সেপ্টেম্বর বাংলা ভাষাকে বরাক উপত্যকার সরকারি ভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। এই আন্দোলন বাংলা ভাষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আত্মত্যাগের ইতিহাস হয়ে থাকে।
বরাকের এই আন্দোলন বাঙালির ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার প্রতীক হয়ে ইতিহাসে পাতায় লেখা আছে। আর এটি প্রমাণ করে যে ভাষার জন্য লড়াই শুধু একদিনের ঘটনা নয়, বরং তা একটি জাতির আত্মপরিচয়ের অংশ। তাই প্রতি বছর ১৯ মে ‘ভাষা শহিদ দিবস’ হিসেবে পালন করা হয়।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.