শুভ জন্মদিন টিনটিন বাবু 💕

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

২৬ শে সেপ্টেম্বর ২০২৪, তারিখটা সাধারণ মনে হলেও আসলে অসাধারণ। আজ আমাদের টিনটিন বাবুর জন্মদিন। আপনারা সকলেই জানেন আমাদের শ্রদ্ধেয় দাদার সন্তান টিনটিন বাবুর আজকেই জন্মদিন। আজকের এই বিশেষ দিনটি আরো স্মরণীয় করতে রাখার জন্য আজ থেকেই $PUSS কয়েনের মাইনিং প্রজেক্টটি শুরু হতে চলেছে। সেই সাথে আরো একটি সুখবর হলো আমাদের সকলের $PUSS ৫ মিলিয়ন মার্কেট ক্যাপ অতিক্রম করেছে। গতকাল থেকেই নানান সুখবর চারিদিক থেকে আসা শুরু হয়েছিল এবং ২৬ তারিখ টিনটিন বাবুর জন্মদিন যে আমাদের সকলের কাছে অতিস্মরণীয় হয়ে থাকবে সেটা আর আলাদা করে বলার কিছু নেই। সেই জন্য টিনটিন বাবুর জন্মদিনটিকে বিশেষ করে রাখার জন্য অনেক কিছুর পরিকল্পনা আমরা করেছি। সেই উপলক্ষ্যে আমার বাংলা ব্লগে আয়োজিত করা হয়েছে বিশেষ হ্যাং আউট।

1000028445.png

টিনটিন বাবু ৬ বছরে পদার্পণ করলো। বিগত বছর গুলোর মতোই এবছরের টিনটিন বাবুর জন্মদিন পালন আমাদের কাছে হয়ে থাকবে স্মরণীয়। বিগত বছরের এদিনটা আমার বাংলা ব্লগের সকলে ধুমধাম করে পালন করেছিলাম। দারুন মজা হয়েছিল সেদিন। সত্যি বলতে হবেই বা না কেন, আমাদের প্রিয় টিনটিন বাবুর জন্মদিন বলে কথা। দেখতে দেখতে মাঝখান দিয়ে যে আরো একটি বছর কেটে গেলো সেটা বুঝতেও পারলাম না। আমার এখন মনে হয়, এইতো কদিন আগে টিনটিন বাবুর তিন বছরের জন্মদিন পালন করা হলো। মাঝ দিয়ে তিন তিনটে বছর কেটে গেলো। ছোট্ট টিনটিন বাবু আজ ছয় বছরে পা দিলো।

আমাদের সম্পর্ক গুলো কি অদ্ভুত তাইনা? কয়েক বছর আমরা কেউ কাউকে চিনতাম না, RME দাদা আমাদের মধ্যে সেখানে একটা সেতু বন্ধন তৈরী করে দিলেন। আমার বাংলা ব্লগ এখন প্রত্যেক সদস্যদের কাছে এক বৃহত্তর পরিবার। আর পরিবারের সবচেয়ে স্নেহের এবং আদরের সদস্যটির জন্মদিনে যখন আসে তখন তো ধুমধাম করে পালন হবেই। আজ আমরা খুব মজা করবো। খুব আনন্দ করবো। আপনারা সবাই আসবেন।

1000028430.jpg

Copyright free Image Pixabay

পরিশেষে, সুপ্রতীম বাবুকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুপ্রতীম বাবু ভালো থাকুক, বাবা-মায়ের আদর্শে বড়ো হোক। জীবনের সব বাধা বিপত্তি কাটিয়ে সুখে শান্তিতে থাকুক। ভালবাসা অবিরাম।



"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao #TronMemeSeason $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আজ আমাদের সকলের প্রিয় টিনটিন বাবু ৬ বছরে পদার্পণ করল।দাদা বৌদির কলিজার ধন আর আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু টিনটিন বাবুকে জন্মদিনের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।মহান সৃষ্টিকর্তা টিনটিন বাবুকে সুস্থতা দান করে দীর্ঘজীবী করুক।শুভ জন্মদিন টিনটিন বাবু।

 last year 

আজকে বড় দাদার ছেলের শুভ জন্মদিন। আর তার জন্মদিন উপলক্ষে অনেকেই খুব সুন্দর ভাবে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পোস্টের মধ্য দিয়ে। ঠিক তেমনি আপনিও তার শুভ জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন দেখে ভালো লাগলো। সবার দোয়ায় শুভ কামনায় বেড়ে উঠুক সুস্থ অবস্থায়, এটাই দোয়া রইল।

 last year 

দেখতে দেখতে আরো একটা বছর চলে গেল টিনটিন বাবুর কাছ থেকে। আর আস্তে আস্তে আমাদের টিনটিন বাবু আরো বড় হচ্ছে। মনে হচ্ছে কয়েকদিন আগেই তার গতবারের জন্মদিনটা পালন করা হয়েছে। দিন কিভাবে চলে যাচ্ছে এটা বুঝতেই পারছিনা। যাই হোক দাদা আপনি টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষ্যে সুন্দর একটা পোস্ট লিখে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 last year 

আসলে পুস কয়েন এর মার্কেট ক্যাপ একেবারে অল্প সময়ের মধ্যেই ৫ মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। এটা সত্যিই অনেক বড় একটি অর্জন। যাইহোক আমাদের টিনটিন বাবু বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এবং মা বাবার মুখ উজ্জ্বল করবে সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

দেখতে দেখতে আবারো টিনটিন বাবুর জন্মদিন পালন করলাম। আসলে ২৬ তারিখ আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।এই দিকে পুশ কয়েন ৫ মিলিয়ন মার্কেট ক্যাপ অতিক্রম করছে।সব সময় দোয়া করি টিনটিন বাবু যেনো সামনে বড় মনের একজন মানুষ হোন।ধন্যবাদ দাদা পোস্ট টি শেয়ার করার জন্য।