চূড়ান্ত দুর্ভোগের দিন
নমস্কার বন্ধুরা,
অত্যন্ত দুর্ভোগের একদিন কাটলো। মাসের শেষ তারিখ সেজন্য চাপটা বেশি ছিল। সকাল বেলাতেই বেরিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ বসে তারপর বেরোলাম। আমার কলকাতার পথের একটাই সঙ্গী কলকাতা মেট্রো। সকাল বেলা শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে যখন নামলাম তখন দেখি কজন যাত্রী বাইরে দাঁড়িয়ে রয়েছে। কিছুটা সন্দেহ হলো হঠাৎ এতগুলো মানুষ বাইরে দাঁড়িয়ে রয়েছে মেট্রো রেল আদৌ চলছে কিনা। কিছুটা ভয় ভয় হলেও স্টেশনে ঢুকে কিছুক্ষণের মধ্যেই মেট্রো পেয়ে গেলাম। রেল ছেড়েছে সাথে সাথে বার্তা হলো, গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো চলবে। পরের স্টেশনে যখন পৌছালাম তখন ফের বার্তা এলো, মহাত্মা গান্ধী রোড পর্যন্ত মেট্রো চলবে। কিছুটা স্বস্তির নিশ্বাস ফেললাম।
যদিও গিরিশ পার্ক স্টেশনে গিয়ে জানা গেল সেই পর্যন্তই ছিল আমাদের যাত্রা। সমস্যার মূল কারণ, বিগত রাতে কলকাতায় ভয়ানক পরিমানে বৃষ্টি। তাতেই হয়েছে সমস্যা হয়েছে, গিরিশ পার্কের পরের দুটি স্টেশনে জল জমে আছে সেজন্য চারটি স্টেশনে মেট্রো চলছে না। যখন মেট্রো থেকে বাইরে বেরোলাম তখন আশেপাশের যাত্রীদের ভিড়। কিছুক্ষণ ভেতরে দাঁড়ালাম তারপর মানুষজন যখন একটু হালকা হয়ে গেল তখন ফের আমিও মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন রীতিমত জনসমুদ্র।
জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে দেখছিলাম এবং আটকে থাকা ট্রাফিকের দিকে নজর যাচ্ছিল। সবই থেমে আছে উপায় না পেয়ে হাঁটতে শুরু করলাম। মহাত্মা গান্ধী রোড পর্যন্ত হাঁটতে হাঁটতেই মোবাইলে উবের, রেপিডো, ওলা সব মোটরবাইক ট্যাক্সি ঘেঁটে ফেললাম। আশেপাশে এত মানুষজনের ভিড় হয়ে গেছে যে কাছেপিঠের কোন বুকিংই হচ্ছে না। এদিকে যতগুলো ট্যাক্সি ছিল, সবাই তিন চার কিলোমিটার রাস্তার জন্য কয়েকশ টাকা হাকপাড়া শুরু করছিল। কিন্তু ট্যাক্সিতে উঠেও তো কোনো লাভ নেই সেই ট্রাফিকেই দাঁড়িয়ে থাকতে হবে। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে আবারো হাঁটতে শুরু করলাম। কিছু দূরে গিয়েছি তখন আবার ঘন মেঘ করে এসে ঝমঝম করে বৃষ্টি শুরু হল আর রাস্তার তখন বন্যা পরিস্থিতি। পায়ের উপরে প্যান্ট তুলে হাঁটছি তো হাঁটছি। দেখতে দেখতে আরো দুটো মেট্রো স্টেশন পেরিয়ে গেলাম। ততক্ষনে বৃষ্টিটা থেমেছে।
তিন কিমি হেঁটে পৌঁছলাম স্প্যানেডে। দেখি মেট্রো স্টেশনের ভেতর থেকে মানুষজনকে বেরিয়ে আসছে, আমিও ঢুকে পড়লাম। ভেতরে গিয়ে দেখলাম মেট্রো এই মাত্রই চালু হয়েছে। আহা। অপেক্ষার করিনি হুড়মুড়িয়ে মেট্রো কার্ড স্ক্যান করে ভেতরে ঢুকে পড়লাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow, @kingporos, what a vivid account of a truly chaotic day in Kolkata! Your storytelling really puts us right there with you, battling the rain, the crowds, and the metro disruptions. I can almost feel the frustration of those endless walks and the relief when the metro finally started running again!
The photos add so much to the narrative, painting a clear picture of the flooded streets and the sheer number of people affected. It's a testament to your resilience and a fascinating glimpse into everyday life in Kolkata.
Thanks for sharing this relatable and engaging story. I am sure a lot of people here on Steemit have had similar experiences! What's the worst travel experience you've ever had? Let's hear your stories in the comments!