সুন্দর এক বিকেল

in আমার বাংলা ব্লগ27 days ago

নমস্কার বন্ধুরা,

কলকাতায় বহুদিন পরে বিকেলের আকাশ কিছুটা পরিষ্কার দেখতে পেলাম। ইদানিং এত বৃষ্টিপাত হচ্ছে বর্ষা যেন থামারই নয়। এদিকে শরৎ প্রায় আসন্ন। শরৎ আসার সাথে সাথে আকাশের পেজা তুলোর মত যে মেঘ দেখতে পাওয়া যায় সেটার পরিবর্তে শুধুই মেঘের ঘনঘটা দেখছি। আজ সকালেও বৃষ্টিপাত হয়েছে, ঘুম থেকে যখন উঠেছিলাম তখনই হালকা মেঘ ছিল দুপুরবেলাতেই সে কি ঝমঝমিয়ে বৃষ্টি। আমার জ্ঞানত অবস্থায় এত বৃষ্টিপাত দেখেছি বলে আমার মনে হয় না। বর্ষা আমার সবচাইতে পছন্দের ঋতু। সেটা কে এত টানা দেখবো সত্যি অবাক করা। দুপুরটা বৃষ্টি হয়ে আকাশটা বেশ পরিষ্কার হওয়া শুরু হলো। বিকেলের আবহাওয়া দেখে আমিও বেরিয়ে পড়লাম। এমন আবহাওয়ায় একটু তেলেভাজা খাওয়াই যায়।

1000070425.jpg

কলকাতায় একটা জিনিস খুব ভালো। যেহেতু আদ্রতা খুব বেশি থাকে তাই কয়েক ঘণ্টা সময় দিলে রাস্তার জল পুরোপুরি উবে যায়। যখন বেরোলাম তখন রাস্তা পুরো খটখটে সেই সাথে আকাশে এক সুন্দর রংয়ের খেলা শুরু হয়েছে। শরতের আকাশ সত্যিই কত সুন্দর। হাঁটতে হাঁটতে চলে গেলাম কাছের মিষ্টির দোকানে। সেখানে মিষ্টি চাটনি দিয়ে সিঙ্গারা খেলাম। আবহাওয়াটা সুন্দর ছিল বলেই সিঙ্গারার স্বাদের ভরপাই হয়ে গেল। খেয়ে কয়টা মিষ্টি সাথে বেঁধেও নিলাম। কলকাতার গলির এই মিষ্টির দোকান গুলো খুব ভালো হয়।

1000070428.jpg

1000070429.jpg

ফেরার পথে সব মুড়ির দোকানে দাঁড়ালাম। সেখানে আলুর চপ ভাজা চলছে। এমন দৃশ্য দেখি কি থাকা যায়। চপ মুড়ি সাথে নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে এত সুন্দর আবহাওয়ায় শরতের আকাশের আনন্দ নিতে নিতে ফিরতে থাকলাম। কলকাতায় পুজোর তোড়জোড় লেগে গিয়েছে। আর কদিন বাদেই মা আসছেন। সেটার প্রস্তুতিতে বাংলার প্রতিটা অংশ সেজে উঠছে। দারুন এক বিকেল কাটালাম।

1000070427.jpg

1000070426.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 26 days ago 

শরৎ কালে আকাশ বেশ সুন্দর হয়,নীল আকাশ তুলোর মতো সাদা মেঘ দেখেই মনটা ভালো হয়ে যায়। বর্ষাকালে বৃষ্টি ভালো লাগে। তবে আমার প্রিয় ঋতু শীত কালে। বিকালে বেশ ভালো সময় কাটিয়েছেন দাদা। ঘুরাঘুরি সাথে খাওয়া দাওয়া। এই সময়টায় যদি প্রিয় বন্ধু পাশে থাকে তবে আনন্দ আরও বেড়ে যেতো।

 25 days ago 

এমন আবহাওয়ায় তেলেভাজা খাবার খাওয়ার মজাই আলাদা। আমিও মাঝেমধ্যে বিকেলে তেলেভাজা খাবার খেয়ে থাকি। বেশ মজা করে সিঙ্গারা খেয়েছেন দেখছি। খুব ভালো লাগলো পোস্টটি দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।