এলোমেলো আলোকচিত্র 📷
নমস্কার বন্ধুরা,
বিগত সপ্তাহের মত আবার চলে এলাম আরো একটা আলোকচিত্র পোস্ট নিয়ে। গ্যালারি ঘাটতে ঘাটতে পুরনো বেশ কিছু ছবি পছন্দ করে ফেললাম। যেগুলো বছরের বিভিন্ন সময়ে এবং বিভিন্ন জায়গায় তুলেছিলাম। ভিন্ন ভিন্ন ঋতুতে আমাদের পরিবেশ এবং আমাদের জীবনে নানান রং নিয়ে আসে আবার কখনো রংয়ের অভাবের জন্য বেশ বে-রঙিন লাগে। সেটার মধ্যেও সৌন্দর্য খুঁজে পেতে পারি, শুধু লাগে দৃষ্টি। আমার আজকের পোস্টটিতে কিছু আপনাদের ভালো লাগবে, কিছু ছবি আপনাদের মোটেও পছন্দ হবে না। যদিও ছবিগুলো আমার খুব কাছের। বিভিন্ন সময়ের বিভিন্ন স্মৃতি জড়িয়ে রয়েছে এর মধ্যে। ছবির পেছনের অনেক কথাই বলা হয়না, তবে চেষ্টা করি যেটুকু তুলে ধরা যায়।
কলকাতা ময়দানে ডিসেম্বর মাসে একটা বিকেল কাটিয়েছিলাম। সেই সময়ে ময়দানে বসে থাকতে থাকতে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যার সাথে সাথে কুয়াশার একটা পরত ঘাসের খুব কাছাকাছি নেমে এসে। পশ্চিমপাঠে তখন সূর্য দেব অস্ত যাচ্ছেন। কলকাতার ময়দান তখন কৃত্রিম আলো এবং প্রাকৃতিক আলোর মাঝখানে এক নৈসর্গিক পরিবেশ তৈরি করেছে।
ফেব্রুয়ারি মাসে কয়েকজন মিলে ছোটখাটো একটা পিকনিক করি। পিকনিকটা যেখানে করা হয়েছিল, সেটা ছিল এক বিশাল আকারের নার্সারি। সেখানে বিভিন্ন রঙের ফুলের গাছের চাষ করা হয়। চাষের ফুল গুলো এক দিকে ছিল আর শুরুতে একটা বাগান বাড়ির। সেটার পাশে একটা ছোট্ট জায়গা ঘেরা অবস্থায়, সেখানে কয়েকটা গোলাপ গাছ। তাদের মাঝে থেকেই এই গোলাপি গোলাপ।
এই বছরের শুরুতে মোয়ার টানে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় জেলায়। সেই সময়ে ঘুরে আসি জটার দেউল। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে থাকা এই মন্দিরটি অনুমান করা হয় দশম কিংবা একাদশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল। যদিও দেখে বোঝার উপায় নেই যে মন্দিরটি প্রায় হাজার বছরের বেশি পুরোনো। মাটি থেকে একশ ফুট উচ্চতায়, মন্দিরটি সত্যিই ভাবনা শক্তিকে অন্য জগতে পাঠিয়ে দেয়। জয় শিব শম্ভু।
মা গঙ্গার বিস্তৃতি সত্যিই অবাক করে দেওয়ার মতো। বর্ষার ঠিক পর পর যখন জলে ফুলে ফেঁপে ওঠে তখন সবচাইতে ভয়াবহ রূপ হয় তার। তবে এই ছবিটি তোলা শীতের সময়। আর এত জল হওয়ার পেছনে কারণ জোয়ার। হালকা কুয়াশাচ্ছন্ন মা গঙ্গার উপরে পড়ন্ত বেলা ঢেকে ফেলেছিল কিন্তু মায়ের বিস্তৃতি ছিল দেখবার মতো।
মিষ্টি জিনিসটিকে অনেকদিন হয়েছে প্রায় জীবন থেকে বিতাড়ন করে দিয়েছি। অনুষ্ঠানে মাঝেমধ্যে খেয়ে নিই তবে বাড়িতে থাকলে নৈব নৈব চ। মিষ্টির ভয়ের কারণটাই হলো ওজন বাড়তে না দেওয়া। গরম পড়া শুরু করেছে, দুপুরবেলায় হালকা টক দই ভালো লাগে। এক দুপুরে কয়েকজন মিলে হাঁটতে বেরিয়ে দুপুর বেলায় একজনের পছন্দের মিষ্টির দোকানে গিয়ে বুন্দিয়া দই খেলাম। আহা সে কি স্বাদ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟