পুজো পরিক্রমা ২০২৪: দর্জিপাড়া সর্বজনীন দুর্গোৎসব

in আমার বাংলা ব্লগ4 hours ago

নমস্কার বন্ধুরা,

পুজোর সময় বেরিয়ে কলকাতার গলিতে হারিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক, অন্তত আমি নিজে দুবার হারিয়ে গেছি। পুজোর সময় যদিও চারিদিক জ্বলজ্বল করে তবুও পথ হারাতে একটুও সময় লাগে না। কাশী বোস লেন থেকে বেরিয়ে গলিপথে পরের পুজো মন্ডপের দিকে হাঁটতে হাঁটতে মাঝখানে পথ ভুলে এক দর্জিপাড়ায় ঢুকে পড়েছিলাম। সেখানে ঢুকে পড়াটা একদিক থেকে ভালই হয়েছে। খুব সুন্দর গোছালো একটা পুজো মন্ডপের সাথে পরিচয় হলো, দর্জিপাড়া সর্বজনীন দুর্গোৎসব। ২০২৪ সালে তাদের থিম "আমার মা কোথায় থাকে"। মন্ডপ এবং থিম এর পেছনে মূল যে ভাবনা সেটাকে তারা মন্ডপে ঢোকার মুখেই এক জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন বাংলায় লিখে রেখেছে, যেটা মন্ডপে ঢুকে পড়ার আগেই এক চোখ বুলিয়ে নিলাম।

1000063392.jpg

মা দুর্গা শহরের গলিতে, জমিদার বাড়িতে, বহুতল আবাসনে, অজস্র কৃত্রিম জাঁকজমক, আলো ঝলমল প্রেক্ষাপটে, সব জায়গায় রয়েছেন। মায়ের এই সব জায়গায় পুজো নেওয়াটা বহু মানুষের কাছেই অত্যন্ত এই আনন্দের। বিশেষ করে শহরের মানুষের জীবন গুলোতে। কলকাতার মতন শহরের অলিতে গলিতে হারিয়ে যাচ্ছে শৈশব। স্যাঁতস্যাঁতে ছোট্ট ছোট্ট ঘর গুলোর মধ্যে কাটিয়ে দিচ্ছে হাজারো হাজারো মানুষ তাদের সারাটা জীবন। কতই না স্বপ্ন কতই না ইচ্ছে হারিয়ে যাচ্ছে দায়িত্বের চাপে। সেই সব গলিতেই যখন বছর ভরে মা দূর্গা আসেন তখন সেই সব মানুষগুলো যেন বাঁচার রসদ খুঁজে পায়। বস্তিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে মানুষগুলো রয়েছে তাদের কাছে মায়ের রূপ সত্যিই আশীর্বাদ স্বরূপ। মা দুর্গা, সব প্রতিকূলতার মধ্যেও আমাদের যেমন আগলে রেখেছেনজ তেমনি প্রতিটা মা হাজারো প্রতিকূলতার মধ্যে তার সন্তানদের ভালো রাখেন।

1000063397.jpg

1000063398.jpg

দর্জিপাড়ার মণ্ডপে মূলত দুটো দিক। প্রবেশ করতেই পেলাম, এক শান্ত গ্রামীণ দৃশ্য। যেখানে কাঁচা মাটির ঘর, তালগাছ, ধানের জমি, উঠোন। তারপর মণ্ডপের আরও কিছুটা গভীরে গেলে সেই দৃশ্য বদলে গেলো আধুনিক শহরের বহুতল, কংক্রিটের দেওয়াল, বিজ্ঞাপনের আলো আর অজস্র বৈদ্যুতিক ঝলকানিতে। আমাদের জীবনশৈলীর দুটো ভিন্ন ধারাকে দেখানোই পূজো উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য ছিল। প্রকৃতি, গ্রামীণ সৌন্দর্য এর মধ্যে যেখানে মাকে খুঁজে পাওয়া যেত, আজকের দিনে সেই পরিবেশ প্রায় বিলুপ্ত। তাই নিজের ভেতরে খুঁজে নিতে হবে মা দুর্গাকে।

1000063394.jpg

1000063395.jpg

প্রতিমার রূপেও ছিলো বিশেষত্ব। মা দুর্গাকে এখানে ভিন্ন রূপে।

1000063396.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

অসাধারণ! @kingporos, আপনার এই পোস্টে কলকাতার পুজোর এক ভিন্ন চিত্র তুলে ধরেছেন, যা সত্যিই মন ছুঁয়ে যায়। দর্জিপাড়া সর্বজনীনের "আমার মা কোথায় থাকে" থিমটি যেভাবে শহরের অলিতে গলিতে মায়ের উপস্থিতি এবং শৈশব হারানো জীবনের কথা বলছে, তা এক কথায় অনবদ্য। মণ্ডপের গ্রামীণ এবং আধুনিক জীবনের মিশেল দেওয়ার ভাবনাটিও দারুণ।

ছবিগুলো যেন কথা বলছে, আর আপনার বর্ণনা সেই অনুভূতিকে আরও গভীর করে তুলেছে। যারা কলকাতা থেকে দূরে আছেন, তাদের জন্য এটা সত্যিই পুজোর গন্ধ এনে দেয়। এই ধরনের বিষয়বস্তু Steemit-এ আরও বেশি করে আসা উচিত। আপনার পরিশ্রম এবং ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। এই পোস্টটি অন্যদের সাথে শেয়ার করার জন্য উৎসাহিত করছি, যাতে সবাই এই সুন্দর অভিজ্ঞতাটি উপভোগ করতে পারে। Keep up the great work!