শর্মা টিয়ের চা ও বাটার ব্রেড
নমস্কার বন্ধুরা,
সেদিন যখন শর্মা টি হাউসে গেছিলাম তখন দারুন চায়ের এক স্মৃতি নিয়ে ফিরে আসি। সেই সাথে নিমকি টাও মনে রাখবার মতো ছিল। সেদিনই যখন খাবারের বিল পেমেন্ট করছিলাম তখন শর্মা টি এর আরও বেশ কিছু মেনু চোখে পড়েছিল। ক'দিন ধরে মাথায় সেটাই ঘোরাফেরা করছিল সময় পেয়ে তাই ছুটে চললাম শর্মা টিয়ের পানে। মূলত কাজের চাপ ইদানীং খুব বেশি হয়ে গিয়েছে যেটা সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা করছি। সে কাজকর্মের কথা বাদই দিলাম, চাপে চিরে চাপটা হয়ে যাওয়ার আগে আমি ছুটে গেলাম শর্মা টি এর দিকে। আজকে প্রথমে গিয়ে মেনু টা কিছুক্ষণ হলেও চোখ বুলিয়ে নিলাম।
লম্বা লিস্টের মধ্যে থেকে প্রথম চা বেছে নিলাম। মধ্যম মাপের চা আমার জন্য একদম ঠিক, সেটা ঠিক হলো। চায়ের সাথে তাদের টায়ের মেনুটাও অনেকটাই লম্বা সেখান থেকে বেছে নিলাম বাটার ব্রেড। আগের দিন দোকানের বাইরে বসে ছিলাম আজকে দোকানের ভিতরেই বসার জায়গা পেয়ে গেলাম। বসে আছি এইতো বসেই আছি অনেকটা সময় চলে গেল কিন্তু হাতে চা দূরস্ত এমনকি বাটার ব্রেডটাও পাচ্ছি না। মনটা তাই অল্প উশখুশ করতে থাকলো। বিকেল বেলার দিকে এসেছি এখানে চা পান করব সেই সময় যদি এভাবে অপেক্ষা করতে হয় স্বাভাবিকভাবে একটু ইতস্তত বোধ হবে। আমার সামনে দিয়ে বহু মানুষজন তাদের চার দিব্যি নিয়ে চলে যাচ্ছে সেখানে আমাকে বসিয়ে রেখেছে। মাধ্যমে নিজেই চলে গিয়ে নিজের হাতেই নিয়ে চলে এলাম। এটাতেই বেশি সুবিধা মনে হলো।
চায়ের কাপটা থেকে সুন্দর ছোট এলাচের সুগন্ধি আসছিল। সাথে ছিল সে বাটার ব্রেড এখান থেকে হালকা মাখনের গন্ধ নাকে মাতোয়ারা করে তুলেছিল। আয়েশ করে প্রথমে চায়ের কাপে চুমুক দিলাম। আহা! শর্মাটির চাটা এত ভালো, মুখে দিতেই তাদের খাবারের মান বোঝা যায়। চায়ে চুমুক দিয়ে, বাটার হাতে তুলে নিলাম নাকের কাছে হালকা নিয়ে আলতো কামড়ে ঢুকে পুরলাম। দুটো মিশেল দারুন লাগলো। একা যেতে একটু লজ্জা করে তাই একজনকে সাথে নিয়েছিলাম। আমার মত তারও খাবার গুলো ভালো লেগেছে। এদিকে পকেটের উপরেও ভালো চাপ পড়লো না।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
