পুজো পরিক্রমা ২০২৪: হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব
নমস্কার বন্ধুরা,
পঞ্চমীর রাতের হাতিবাগানের রাস্তা দিয়ে পুজোর ভিড় ঠেলে যখন হাতিবাগান মোড়ে পৌঁছালাম, তখন তিল ধারনের জায়গা নেই। ভিড়ের মধ্যে থেকেই পৌঁছে গেলাম হাতিবাগান সর্বজনীনের সামনে। চোখে পড়ল এক অন্যরকম মণ্ডপ। বাইরে থেকে মনে হচ্ছিল আমি একটা ভিন্ন জগতের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে একদিকে পুরনো কলকাতার বারান্দা, লোহার রেলিং, রিকশা, ট্রাম, আর অন্যদিকে আধুনিক কাঁচের দেওয়াল আর উঁচু ফ্ল্যাট। ৯০ তম বর্ষে পদার্পণ করে হাতিবাগান সর্বজনীন উত্তর কলকাতার লড়াই এর এক চিহ্ন তুলে ধরেছে। সেই লড়াই আধুনিকতার সাথে অতীতের। পুরনো কলকাতার স্থাপত্যের সাথে বর্তমানের আধুনিক কলকাতার স্থাপত্যের। এই অলিখিত লড়াই নিয়েই হাতিবাগান সর্বজনীনের ২০২৪ সালের থিম, প্রকরণ।
প্রকরণ শব্দের আক্ষরিক অর্থ, পদ্ধতি। যে পদ্ধতিতে ধীরে ধীরে উত্তর কলকাতার পাড়ার সংস্কৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। কলকাতার আধুনিকতার লড়াইয়ে এক অদ্ভুত অধ্যায়। যেহেতু কলকাতার বিভিন্ন অংশে প্রচুর পরিমাণে নতুন মানুষজন এসে বসবাস করা শুরু করেছে তাই পাড়ার সংস্কৃতি গুলো আজ হারিয়ে যাওয়ার উপক্রম। উত্তর কলকাতা পাড়ার মধ্যে ধীরতা ছিল, আজ অনেকটাই হারিয়ে গেছে। হারিয়ে গেছে সকালবেলার উঠেই পাড়ায় লুচি কিংবা কচুরির দোকানের সামনের ভিড়টা। সেই সাথে পুরনো বাড়িগুলো ভেঙে নতুন বাড়ির উঠছে। পুরনো বাড়ির ঐতিহ্যশালী কলকাতার স্থাপত্য সরিয়ে নতুন আধুনিক স্থাপত্য জায়গা করে নিচ্ছে। বনিদি বাড়ি গুলোকে ভেঙে ফেলে কৃত্রিম বহুতল জায়গা করছে।
মূল মন্ডপের পুরোটাই তৈরি করা হয়েছে কোন উত্তর কলকাতার বনেদি বাড়ির আকারে। আর পুরো মণ্ডপের কাজ হয়েছে লোহার রডের উপরে। সেই সাথে কাঠের অল্প ব্যবহার হয়েছে। তবে বাড়ির গঠনটা তৈরি লোহার রড দিয়েই। মন্ডপের ভেতরে ঢুকতেই দেয়ালের দুপাশে সাজানো পুরনো দিনের নকশা আর শিল্পকর্ম দেখতে পেলাম। মন্ডপের কাজ দেখে প্রাথমিক ভাবে আশ্চর্য হয়েছিলাম। কিভাবে একটার পর একটা রড বাঁকিয়ে, জোড়া লাগিয়ে আস্ত বাড়ি বানানো হয়েছে। যেমন ছিল মণ্ডপ সজ্জা তেমনি ছিল তাদের আলোকসজ্জা। মৃদু আলোয় মণ্ডপের প্রতিটি কোনায় পুরনো দিনের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছিলো।
বাড়ির মধ্যিখানে যেমন ঈশ্বর প্রতিষ্ঠিত থাকেন, তেমনি মন্ডপের গর্ভগৃহে মায়ের প্রতিমা প্রতিষ্ঠিতা। মা দুর্গা এখানে মন্ডপের সাথে সামঞ্জস্য রেখে বনেদি রূপ পেয়েছেন, তাঁর চারপাশের সাজে আধুনিকতার ছোঁয়া।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.