কষ্টকর যাত্রা

in আমার বাংলা ব্লগ16 days ago

নমস্কার বন্ধুরা,

এত কষ্ট বিগত কোন যাত্রায় হয়েছে কিনা সেটা আমার মনে নেই। ট্রেনে যাত্রা তুলনামুলক একটু সুখকর হয়। সাধারণত সম্পূর্ণ সিট যদি পেয়ে যাওয়া যায় তাহলে রাত্তিরের ঘুম বেশ ভালোই হয়। সেই সাথে পা সটান করে শুয়ে থাকার সুযোগ। যেমন এইবার বাড়িতে যাওয়ার সময়ে নীচের সিট পেয়েছিলাম, সেখানে এত সুন্দর হাওয়া আসছিল যে বলে বোঝাতে পারবো না। আরামে ঘুমিয়েছি, বাড়িতে পৌঁছে খুব একটা ক্লান্ত লাগেনি। কিন্তু যখন কলকাতা ফেরত আসলাম তখন একদমই বিপরীত কান্ড। সিট যদিও নিশ্চিত কিন্তু ঘুম এক ফোটাও হয়নি। মাঝে দু'ঘণ্টার জন্য চোখ লেগেছিল বটে তবে সেটা তো আর ঘুম নয়। বাড়ি যাওয়ার পর থেকে বাতাসের আদ্রতা যেন দিন দিন বেড়েছে। সেই কারণে বাড়িতে রাত্রে ঘুমতে বেশ কষ্ট পেতে হয়েছে।

1000052664.jpg

যেদিন ফিরে আসি সেদিন মনে হয় সর্বোচ্চ আদ্রতা এবং গরম ছিল। বাড়িতে ফ্যানের তলাতেই কষ্টের শেষ ছিল না। আকাশ দুদিন ধরে মেঘলা, শুধুমাত্র মেঘ থাকার পরেও যখন কোন বৃষ্টিপাত হয়নি তখন স্বভাবতই আশপাশের আবহাওয়া তেঁতে গেছিল। সেই সাথে বাতাসের আদ্রতা আকাশ ছুঁই ছুঁই। গরমের মধ্যে কষ্ট হবে তাই হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশন যাওয়ার জন্য। মাঝপথে এতটাই ঘেমে গেলাম যে রীতিমতো বাস থেকে স্টেশনে যখন নামলাম সেই সময়ে পরনের জামাকাপড় ভিজে গিয়েছে। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো তারপর যথাসময়ে ট্রেন ছেড়ে দিল। যদিও ততক্ষণ প্রচেষ্টায় ছিলাম ঘামে ভেজা জামাকাপড় যদি শুকিয়ে নেওয়া যায় কিন্তু কিছুতেই সম্ভব হলো না।

1000052668.jpg

1000052667.jpg

ট্রেন যথাসময়ে ছেড়ে যাওয়ার পর প্রাথমিকভাবে জানলা দিয়ে হাওয়া ঢুকতে থাকলো সেই সময় বেশ আরাম লাগছিল। মনে হচ্ছিল রাতের ঘুম হয়তো ঠিকঠাক হবে। সে স্বপ্নে ছাই। ট্রেন থেকে হাওয়া আসতে থাকলো বটে তবে ভেতরের গরমটা যেন কিছুতেই কমছিল না। আসলে বাতাসের আদ্রতা এর জন্য মূল দায়ী। অনেকবার ঘুমানোর প্রচেষ্টা করলাম, শেষমেষ বিফল। যেই অল্প ঘুম আসছে, ঘেমে গিয়ে ফের ঘুম ভেঙ্গে যাচ্ছিল। ঘড়িতে তখন হয়তো দুটো পেরিয়েছে অবশেষে কিছুক্ষণের জন্য ঘুম এলো। সেটাও বেশিক্ষণ স্থায়ী হলো না। যে ট্রেন ভোর সাড়ে পাঁচটার সময় হাওড়া স্টেশনে ঢুকবার কথা সেটা প্রায় ৪৫ মিনিট আগে স্টেশনে ঢুকে পড়ল। যেটুকু ঘুম হওয়ার কথা, সেটাও আর হলো না। দেড় ঘণ্টার ঘুমে রাত অতিক্রান্ত।

1000052666.jpg

1000052665.jpg

সবচেয়ে হাস্যকর বিষয়টা হলো কলকাতা নেমে। সকালে নেমেই দেখি এখানে টিপটাপ বৃষ্টি হচ্ছে, আবহাওয়া যথেষ্টই শীতল। 😅


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

@kingporos, নমস্কার! আপনার ট্রেন যাত্রার অভিজ্ঞতা পড়ে মনে হল যেন আমিও আপনার সাথে গরমে ভিজে গেছি! 😅 Such a vivid description of the discomfort and humidity, especially after the pleasant journey you had going home. The contrast between the hoped-for relaxing sleep and the reality of the sweltering heat is something many can relate to, especially those of us in গরম প্রধান দেশগুলো!

Your photos really capture the feeling of the journey. It's funny how Kolkata welcomed you with rain, a stark contrast to what you endured. Thanks for sharing this relatable and engaging travel story. Have you tried any remedies to cope with the heat during travels? কি কি টিপস আছে আপনার কাছে?