বৃষ্টির নকশাতে শহর
নমস্কার বন্ধুরা,
রাত তখন ১০টা। বৃষ্টির দিন বলে চারদিকটা বেশ নিরিবিলি হয়ে এসেছে। শহরের ব্যস্ততা কমে গেছে, রাস্তায় সেভাবে কেউ নেই। আমি রাতে ঘুমোতে যাই অন্য তাই সেই বাড়ি যাব বলে খাওয়া দাওয়া সেরে বেরিয়েছি। কলকাতায় বিগত কদিন অনবরত বৃষ্টি হয়ে চলেছে তাই রাস্তা ভিজে আছে। ঘর থেকে বেরিয়ে কিছুদূর হেঁটে যেতেই শুরু হলো ঝিরঝির বৃষ্টি। ছাতা ধরলাম। ছাতার উপরে বৃষ্টির এই আওয়াজ আলাদা রকমের। দিনের কোলাহল নেই, চারপাশ নিস্তব্ধ, সেই নিস্তব্ধতার বুক চিরে মৃদু বৃষ্টির ছোঁয়া যেন গান হয়ে বেজে উঠল। রাস্তায় আলো পড়ে ফোঁটা ফোঁটা জলে রূপালি ঝিকিমিকি।
খানিক বাদেই বৃষ্টি নিজের রূপ বদলে নিলো। ঝিরঝির থেকে শুরু হয়ে ঝমঝম করে নামল। যেন আকাশ ফেটে জল নামছে। রাতের নির্জনতায় সেই ঝমঝম আওয়াজ আরও বেশি তীব্র শোনায়। চারপাশে স্ট্রিট ল্যাম্পের আলোর নীচে হাঁটতে হাঁটতে বৃষ্টি মায়াবী রূপ ধরলো। আশেপাশের দৃশ্য সুন্দর হলেও রাস্তায় জল একটু অস্বস্তিতে ফেলে দিচ্ছিলো। হাঃ হাঃ। রাস্তা পেরিয়ে আমি গলিতে ঢুকে পড়লাম। গলির রাস্তায় কাদা জমেছে কিছুটা, তবে অন্ধকারে বেশ রহস্যময় লাগছিল। বৃষ্টির বেগ এতই বেশি গলির আলো কম মনে হচ্ছিলো, সেই সাথে গলিতে একটি জনপ্রাণী নেই।
যেখানে থাকি তার উল্টো দিকেই পুকুর। বৃষ্টির ধারা পড়ে পুকুরের জল যেন নিজেদের মধ্যেই নৃত্যরত। ছাতার নিচ থেকে দাঁড়িয়ে অপলক দেখছিলাম পুকুরের জলে বৃষ্টির খেলা। চারপাশ একেবারে নিস্তব্ধ, শুধু বৃষ্টির ঝমঝম আর জলে শব্দ। আহা! কিছুক্ষণ একদম নীরবে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিলো, জীবনের জটিলতা নেই, শুধু এই মুহূর্ত। ছাতা হাতে রাতের বৃষ্টি, গলির নীরবতা, আর পুকুরে বৃষ্টির স্পর্শ। মন ভরে গেল শীতল এক শান্তিতে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
@kingporos, নমস্কার! What a beautifully evocative piece! Your words paint such a vivid picture of a rainy night in Kolkata. The way you describe the transition of the rain, the sounds, and the reflections in the puddles is simply captivating. The photos perfectly complement your narrative, adding another layer to the immersive experience. I especially loved the description of the rain dancing on the পুকুরের জল – a moment of pure serenity. Thank you for sharing this slice of life with us. It's a wonderful reminder to find beauty in the everyday. Readers, what's your favorite thing to do on a rainy night? Let's keep the conversation flowing!