পুজো পরিক্রমা ২০২৪: সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব
নমস্কার বন্ধুরা,
হাতিবাগান নবীন পল্লীর পুজো মণ্ডপ ঘুরে দেখার পরে যখন বেরিয়ে পথ ঠাহর না করে হাঁটা শুরু করলাম হাতিবাগানের দিকেই। হাঁটতে হাঁটতে মানুষজনের ভিড়ে সরু সরু গলির মধ্যে দিয়ে পৌঁছে গেলাম হাতিবাগানের বাজারের মধ্যে। একদিকে পুজো মণ্ডব ঘুরে দেখার ভিড় আরেক দিকে ট্রাফিকের দুয়ের জেরে বিশাল জ্যাম হয়ে গিয়েছে। জ্যামের মাঝখান থেকে দেখতে পেলাম সিকদার বাগান দুর্গাপুজোর মণ্ডপের প্রবেশ দরজা। কোনরকমে মানুষজনের ভিড় সামলে বিশেষ পাশের সাহায্যে ঢুকে পড়লাম পূজা মন্ডপে। সিকদার বাগান উত্তর কলকাতার এক ঐতিহ্যবাহী বারোয়ারি পুজো। শতবর্ষ পেরিয়ে যাওয়া এই পুজো, ২০২৪ সালে তাদের ভাবনা হিসেবে বেছে নিয়েছে "মানবতার উৎসব"। থিমের মূল ভাবনা হলো সীমানা ও বাঁধার ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে সম্পর্ক, সহানুভূতি এবং ভালোবাসার সেতুবন্ধন গড়ে তোলা।
বর্তমান সময়ে বিশ্বজুড়ে রাজনীতি, ধর্ম, ভাষা কিংবা ভৌগোলিক কারণে বিভাজন উত্তরোত্তর বাড়ছে, সেই বাধা ভেঙে আমাদের মানবিকতা ফিরিয়ে আনা আশু প্রয়োজন। সেই বার্তা নিয়ে মণ্ডপসজ্জা সিকদার বাগানের। মণ্ডপের পথ বানানো হয়েছে কাঁটাতারের বেড়ার আদলে। কিন্তু বেঁড়ার ফাঁক দিয়ে উঁকি দেওয়া নানা মানবিক দৃশ্য, শিশুদের খেলা, অসুস্থকে সাহায্য, পরস্পরের হাতে হাত রাখা প্রভৃতি আমাদের মনে করিয়ে দেয় বর্তমানে যেটা সত্যিকারের দরকার। মণ্ডপের ভেতরে আলো ও ছায়ার খেলায় ফুটে উঠেছে বিভিন্ন সংস্কৃতির মানুষের মিলনমেলা।
থিমের সাথে সামঞ্জস্য রেখে আলোকসজ্জা করা হয়েছে, যেখানে রঙ বদলে বদলে কখনও শান্তির প্রতীক সাদা, কখনও মিলনের প্রতীক নীল, আবার কখনও শক্তির প্রতীক লাল আলো ফুটে উঠছে। প্রকৃত অর্থে আলোর এত সুন্দর মণ্ডপে ব্যবহার যেটা মুগ্ধ করে দেয়। আলোক সজ্জা দিয়েই কাঁটাতারের অবয়বের সঙ্গে মানুষের মুখ, হাতের মিলন ও আলিঙ্গনের ভাস্কর্য জীবন্ত হয়ে উঠেছে।
মন্ডপের গর্ভগৃহে প্রতিষ্ঠিতা হয়েছেন, মা দুর্গা। মায়ের প্রতিমা চিরাচরিত রূপের সঙ্গে স্পষ্ট রূপে থিমের ছোঁয়া পেয়েছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
@kingporos, অসাধারণ! What a vibrant and insightful tour of the সিকদার বাগান Durga Puja! Your photos truly capture the essence of "মানবতার উৎসব" and the powerful message of unity it conveys. The way the pandal uses barbed wire imagery to highlight the need for compassion and connection is incredibly thought-provoking.
The আলোকসজ্জা sounds mesmerizing! It's wonderful how they use light to symbolize peace, unity, and strength. Thank you for sharing this cultural experience with us and highlighting such a meaningful theme. I hope others are as moved as I am by your post and the artistry it showcases. What was your favorite part of the সিকদার বাগান পুজো?